বিশ্বের প্রথম পেসার এবং ইংল্যান্ডের প্রথম বোলার হিসেবে টেস্ট ফরম্যাটে ৭০০ উইকেটের মালিক হলেন জেমস অ্যান্ডারসন। কুলদীপ যাদবের উইকেট নিয়ে এই রেকর্ড গড়েছেন ৪১ বছর বয়সী তারকা পেসার।
ধর্মশালায় ২টি উইকেট সংগ্রহ করে ইতিহাস সৃষ্টি করলেন অ্যান্ডারসন। পঞ্চম টেস্টের আগে তাঁর উইকেট ছিল ৬৯৮টি। মাইলফলক স্পর্শ করতে প্রয়োজন ছিল মাত্র ২টি উইকেট। ৬৯৯ তম উইকেটটি আসে শুবমন গিলকে আউট করে। ৭০০তম উইকেট নেন কুলদীপ যাদবকে প্যাভিলিয়নে ফিরিয়ে।
জেমস অ্যান্ডারসনই প্রথম পেসার যিনি টেস্ট ক্রিকেটে ৭০০টি উইকেটের মালিক হলেন। পাশাপাশি তৃতীয় বোলার হিসেবে ৭০০ উইকেট সংগ্রাহকদের তালিকায় প্রবেশ করলেন। তাঁর আগে রয়েছে শ্রীলঙ্কান কিংবদন্তি মুথাইয়া মুরলিধরন (৮০০) এবং অজি স্পিনার প্রয়াত শেন ওয়ার্ন (৭০৮)। তাঁরা দুজনেই স্পিনার। ভারতের হয়ে সবথেকে বেশি টেস্টে উইকেট নিয়েছেন অনিল কুম্বলে (৬১৯)।
২০০৩ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে টেস্ট কেরিয়ারে প্রথম উইকেট নিয়েছিলেন তিনি। ওই ম্যাচেই ৫ উইকেট সংগ্রহ করেছিলেন। ২১ বছরের দীর্ঘ কেরিয়ারে ইংল্যান্ডের অন্যান্য বোলারদের থেকে কেন তিনি একটু আলদা তা তাঁর রেকর্ড থেকেই প্রমাণ দিয়ে চলেছেন তিনি।
অন্যদিকে ভারতের প্রথম ইনিংস শেষ হয় ৪৭৭ রানে। প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে ১০৩ রান করেছে। এখনও পর্যন্ত ১৫৬ রানে পিছিয়ে আছে ইংরেজরা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন