চার বছরের চুক্তিতে মোহনবাগানে যোগ দিলেন জেমি ম্যাকলারেন। মোহনবাগান দিবসেই সবুজ মেরুন জার্সিতে অনুশীলন শুরু করবেন অস্ট্রেলিয় লিগে পাঁচবারের সোনার বুট জয়ী বিশ্বকাপার জেমি ম্যাকলারেন। সেদিনই আবার তাঁর জন্মদিন।
২৮ জুলাই শহরে আসছেন জেমি। মেলবোর্ন সিটি এফসি থেকে মোহনবাগানে আসছেন এই গোলমেশিন স্ট্রাইকার। অস্ট্রেলিয় লিগে পাঁচবারের সর্বোচ্চ গোলদাতা তিনি। ৩০ বছর বয়সি এই তারকার ঝুলিতে রয়েছে ১৫৪ টি গোল। মেলবোর্ন সিটির হয়ে করেছেন ১০৩ টি গোল। শেষ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার জার্সিতে খেলেছেন তিনি।
বাগানে যোগ দিয়ে উচ্ছসিত ম্যাকলারেন বলেন, "ইয়ান হিউম যখন আইএসএলে খেলতেন, তখন থেকেই ভারতীয় ফুটবলের বিষয়ে খোঁজ রাখতাম। আইএসএলের প্রতি ম্যাচ দেখতাম। মোহনবাগানে আসার প্রধান কারণ ক্লাবের ঐতিহ্য, ইতিহাস ও ট্রফি জেতার ইচ্ছা। অস্ট্রেলিয়াতে অনেক সম্মান পেয়েছি। এ বার দেশের বাইরে একটা দলে খেলতে চেয়েছিলাম। মোহনবাগান সমর্থকদের ভালোবাসা ও আবেগ আমাকে টেনে এনেছে"।
তিনি আরও বলেন, 'মাঠে নামার দিনটা আমার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ দিন। ২৯ জুলাই ক্লাবের ইতিহাসে ঐতিহাসিক দিন। তেমনই আমার জীবনেও বিশেষ দিন। জন্মদিন ও ক্লাবের ইতিহাস তৈরির দিনে নতুন পথচলার অপেক্ষায় দিন গুনছি। প্রতিদিন পরিশ্রম করে নিজেকে তৈরি করব সেরাটা দিতে।'
ডার্বি নিয়ে অজি স্ট্রাইকার বলেন, "আমি কলকাতা ডার্বির আবেগ জানি। অনেকগুলো ডার্বি দেখেছি। কলকাতায় ৬০ হাজার দর্শকের সামনে খেলার অনুভূতিই আলাদা। ডার্বিতে খেলা জন্য মুখিয়ে আছি। মোহনবাগান ভারত সেরা হয়েছে। আর আমি ক্লাবকে আরও ট্রফি জেতানোর চেষ্টা করব"।
দিমিত্রি পেত্রাতস আর জেসন কামিংসকে নিয়ে জানান, "পেত্রাতোস ও কামিংসের সঙ্গে একই দলে ও বিপক্ষে খেলার অভিজ্ঞতা আমার আছে। ওদের চিনি জানি। তাই আবার একই দলের হয়ে নামতে ভাল লাগবে। আশা করছি আমরা তিন জনে ক্লাবকে জেতাতে বড় ভূমিকা নেব। ওরা থাকায় দলের সঙ্গে মানিয়ে নিতে অসুবিধা হবে না।"
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন