আইএসএলে চাপ বাড়লো মোহনবাগানের। গত ৮ মার্চ মুম্বই সিটি বনাম জামশেদপুর এফসি ম্যাচ ১-১ ব্যবধানে ড্র হয়। কিন্তু সেই ম্যাচে নিয়মের বাইরে গিয়ে জামশেদপুর এক ফুটবলারকে খেলায়। ম্যাচের পরে মুম্বই সিটি লিখিত অভিযোগ জানায় ফেডারেশনকে। সেই অভিযোগের ভিত্তিতে বুধবার ফেডারেশনের শৃঙ্খলা রক্ষা কমিটি মুম্বইকে ৩-০ ব্যবধানে জয়ী বলে ঘোষণা করে। ফলে লিগ শিল্ড জয়ে খানিকটা হোঁচট খাওয়ার পথে মোহনবাগান।
মুম্বই এই ম্যাচ থেকে তিন পয়েন্ট অর্জন করায় তারা ১৯ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে লিগ টেবলের শীর্ষে উঠে গেলো। দ্বিতীয় স্থানে থাকা মোহনবাগান সুপার জায়ান্টের সংগ্রহ ১৮ ম্যাচে ৩৯ পয়েন্ট। গোল পার্থক্যও বেড়ে গেল মুম্বইয়ের। এত দিন মোহনবাগানের সঙ্গে মাত্র এক গোলের পার্থক্য ছিল মুম্বইয়ের। সেটা এখন চার গোলের হয়ে দাঁড়িয়েছে।
এখনও পর্যন্ত লিগ শিল্ড জেতেনি মোহনবাগান। তবে সুযোগ এখনও থাকছে।আইএসএল ফিফা কোয়ালিফাইয়ের জন্য বন্ধ আছে। আগামী ৩১ মার্চ মোহনবাগান নামবে চেন্নাই এফসির বিরুদ্ধে যুবভারতীতে। এছাড়া ৬ এপ্রিল পাঞ্জাব এফসি, ১১ এপ্রিল বেঙ্গালুরু এফসি এবং ১৪ এপ্রিল যুবভারতীতে মুম্বই এফসির বিরুদ্ধেই নামবে মোহনবাগান।
জামশেদপুরের এক পয়েন্ট কাটা যাওয়ায় ১৯ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে তারা এখন লিগ তালিকার আট নম্বরে। ফলে ছ’নম্বর জায়গার জন্য প্রতিযোগিতা আরও জমজমাট হল।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন