টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেলো ভারত। চোটের কারণে ছিটকে গেলেন দেশের এক নম্বর বোলার জসপ্রীত বুমরাহ। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে এমনটাই খবর। যদিও বোর্ডের তরফ থেকে সরকারীভাবে এখনও কিছু জানানো হয়নি। তবে পিটিআইকে বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন বুমরাহ ছিটকে গিয়েছেন ভারতীয় স্কোয়াড থেকে।
পিটিআই সূত্রে জানা গিয়েছে, পিঠে গুরুতর চোট রয়েছে বুমরাহর। প্রায় ছ'মাসের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে। বুমরাহর পিঠে স্ট্রেস ফ্র্যাকচার রয়েছে। এই কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে বুমরাহর খেলা সম্ভব হবে না।
চোটে জন্য বেশ কিছুদিন মাঠের বাইরে ছিলেন জসপ্রীত। তাঁকে ছাড়াই এশিয়া কাপে খেলতে যায় ভারত। এরপর চোট সারিয়ে ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে কামব্যাক করেন ভারতের তারকা পেসার। তবে সেই কামব্যাক বেশি দিনের হলো না। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচেও তাঁকে চেনা ছন্দে দেখা যায়নি। নাগপুরের ৮ ওভারের ম্যাচে বুমরাহ ২ ওভার বল করেন। ২৩ রানের বিনিময়ে ১টি উইকেট নেন তিনি। পরে হায়দরাবাদে ৪ ওভার বল করে ৫০ রান খরচ করেও কোনও উইকেট নিতে পারেননি বুমরাহ।
চলতি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে টিম ইন্ডিয়া। তবে তিরুবনন্তপুরমের ওই ম্যাচে মাঠে নামতে পারেননি জসপ্রীত। ভারত অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছিলেন, বুমরাহর হালকা চোট রয়েছে। তাই তিনি মাঠে নামতে পারেননি।
পরে অবশ্য বিসিসিআই-এর তরফ থেকে জানানো হয় প্রথম টি-টোয়েন্টি ম্যাচে অনুশীলনের সময় পিঠে ব্যথা অনুভব করেন বুমরাহ। তাঁকে মেডিক্যাল টিমের নজরদারিতে রাখা হয়েছে।
চোটের জন্য বিশ্বকাপ থেকে আগেই ছিটকে গিয়েছেন দেশের স্টার অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। চোটের কবলে দীপক হুডাও। এবার ভারত শিবির গুরুতর ধাক্কা খেলো বুমরাহর চোটে। জাদেজা, বুমরাহদের ছাড়া অস্ট্রেলিয়ার মাটিতে ভারত কেমন প্রদর্শন করবে তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন