জয়দেব উনাদকাট
জয়দেব উনাদকাটছবি - জয়েদেব উনাদকাটের ট্যুইটার হ্যান্ডেল

IND VS BAN: রেকর্ড গড়ে দীর্ঘ ১২ বছর পর ভারতের হয়ে টেস্ট খেলছেন জয়দেব উনাদকাট

২০১০ সালে উনাদকাটের অভিষেক টেস্টের পর ভারত খেলে ফেলেছে ১১৮টি ম্যাচ। দুটি ম্যাচের মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ মিস করার ক্ষেত্রে যেটি দ্বিতীয় সর্বোচ্চ। ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ।
Published on

দেশের জার্সিতে বিরল নজির গড়লেন জয়দেব উনাদকাট। ২০১০ সালে ক্যারিয়ারের একমাত্র টেস্ট খেলেছিলেন জয়দেব। তারপর আর দেশের জার্সিতে টেস্ট খেলতে দেখা যায়নি তাঁকে। দীর্ঘ ১২ বছর পর ফের টেস্ট খেলতে নেমেছেন তিনি। উনাদকাট তাঁর আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে আজ মাঠে নেমেছেন মীরপুরে।

২০১০ সালে সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারে একমাত্র টেস্টটি খেলেছিলেন উনাদকাট। ২০১৮ সালে সর্বশেষ টি-টোয়েন্টি খেললেও টেস্টে আজকের আগে খেলা হয়নি তাঁর।

২০১০ সালে উনাদকাটের অভিষেক টেস্টের পর ভারত খেলে ফেলেছে ১১৮টি ম্যাচ। দুটি ম্যাচের মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ মিস করার ক্ষেত্রে যেটি দ্বিতীয় সর্বোচ্চ। ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ। এ তালিকায় উনাদকাটের আগে রয়েছেন শুধু ইংল্যান্ডের গ্যারেথ ব্যাটি। তাঁর দুটি ম্যাচের মধ্যে ইংল্যান্ড খেলে ফেলেছিল ১৪২টি টেস্ট।

কুলদীপ যাদবের পরিবর্তে উনাদকাট পেয়েছেন সুযোগ। যা বেশ চমক জাগানোই। কারণ চট্টগ্রাম টেস্টে কুলদীপই হয়েছিলেন ম্যাচ সেরা। বল হাতে আট উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও অবদান রেখেছিলেন। সেই কুলদীপকে বসিয়ে সুযোগ দেওয়া হয়েছে উনাদকাটকে। যা নিয়ে শুরু হয়েছে বিতর্কও।

ভারত অধিনায়ক লোকেশ রাহুল এ প্রসঙ্গে বলেছেন, "প্রথম সেশনে উইকেট একটু ভিজে থাকবে বলে মনে হয়। শুরুতে উইকেট তুলে নেওয়াটা জরুরি। সেই কারণেই কুলদীপের বদলে উনাদকাটকে নেওয়া হয়েছে। কঠিন সিদ্ধান্ত। তবে স্পিনার হিসাবে অশ্বিন আর অক্ষর তো রয়েছে। উনাদকাটকে নেওয়ায় ভারসাম্য বাড়বে।"

জয়দেব উনাদকাট
IND VS BAN: দ্বিতীয় টেস্টের একদিন আগে চোট পেলেন রাহুল, অভিষেক ঘটবে বাংলার অভিমন্যুর?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in