বিশ্বভ্রমণে বেরিয়েছে ২০২৩ বিশ্বকাপ। বৃহস্পতিবার কলকাতায় বালিগঞ্জের একটি স্কুলে তা এসেছে। সেখানে আমন্ত্রিত ছিলেন ভারতীয় মহিলা দলের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামী। ক্রিকেট থেকে অবসর নিয়েছেন 'চাকদহ এক্সপ্রেস'। বিশ্বের মহিলা ক্রিকেটারদের মধ্যে সর্বাধিক উইকেট নিয়েছেন ঝুলন। স্থান পেয়েছেন এমসিসির ক্রিকেট কমিটিতে। এদিন ঝুলনকে জিজ্ঞাসা করা হয় ক্রিকেটার না হলে কী হতেন তিনি?
ঝুলন প্রশ্নের উত্তরে বলেন, 'ভলিবল আমার খুব ভালো লাগে। ক্রিকেটার না হলে ভলিবল খেলতাম। আর ক্রিকেটের বাইরে দিয়েগো মারাদোনা আমার আদর্শ ছিলেন।'
তিনি আরও বলেন, 'আমাকে বিশ্বকাপ ট্রফির কলকাতা সফরে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। একজন অ্যাথলিটের যেমন স্বপ্ন থাকে অলিম্পিক পদক তেমন একজন ক্রিকেটারের স্বপ্ন থাকে বিশ্বকাপ জেতার। আমরা মহিলারা ২০১৭ সালে অনেক চেষ্টা করেও পারিনি। কিন্তু আমাদের সবার মনে আছে ২০১১ সালে মহেন্দ্র সিং ধোনি ছয় মেরে ওয়াংখেড়ের মাঠে ভারতকে ২৮ বছর পরে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করে। আশা করছি রোহিত শর্মার নেতৃত্বে আবার সেই মুহূর্ত আসবে। কারণ এবারও দেশের মাঠে বিশ্বকাপ হচ্ছে।'
চলতি বছরে ভারতের মাটিতে হবে ওডিআই বিশ্বকাপ। দেশের মাঠে মহাযুদ্ধ শুরু হবে ৫ অক্টোবর। ফাইনাল ১৯ নভেম্বরে। উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ড মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। আমেদাবাদে হবে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। ভারতের প্রথম ম্যাচ ৮ অক্টোবর, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, চেন্নাইয়ে। প্রথম সেমিফাইনাল হবে ১৫ নভেম্বর, মুম্বইতে। ১৬ নভেম্বর দ্বিতীয় সেমিফাইনাল হবে কলকাতায়। ২টি সেমিফাইনালেই রয়েছে রিজার্ভ ডে। প্রথম সেমিফাইনালের রিজার্ভ ডে ১৬ নভেম্বর আর দ্বিতীয় সেমিফাইনালের রিজার্ভ ডে ১৭ নভেম্বর।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন