এজবাস্টন টেস্টের শেষ ইনিংসে অনবদ্য ব্যাটিং করেছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জো রুট। জনি বেয়ারিস্টোর সাথে জুটি বেঁধে ১৪২* রানের ঐতিহাসিক এক ইনিংস খেলে দলকে জয় এনে দিয়েছেন। এই জয়ের ফলেই টেস্ট সিরিজ খোয়াতে হয়নি থ্রি লায়ন্সদের। ২০২১ সালের অসমাপ্ত টেস্ট সিরিজের শেষে ম্যান অফ দ্য সিরিজের পুরস্কার জিতে নিয়েছেন রুট। এদিন ভারতের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডও গড়েছেন তিনি।
ভারতের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে এখনও পর্যন্ত মোট ৯ টি শতরান করেছেন জো রুট। পেছনে ফেলেছেন রিকি পন্টিং, ভিভিয়ান রিচার্ডস, গ্যারি সোবার্স এবং স্টিভ স্মিথদের। এই চারজনের প্রত্যেকেই ইন্ডিয়ার বিপক্ষে ৮ টি করে শতরান করেছেন।
ভারতীয় বোলারদের নিয়ে কার্যত ছেলেখেলা করলো ইংল্যান্ডের দুই প্রধান অস্ত্র জো রুট এবং জনি বেয়ারিস্টো। তৃতীয় উইকেটে ৩১৬ বলে ২৬৯ রানের পার্টনারশিপ গড়ে এজবাস্টন টেস্টে ইংল্যান্ডকে জয় উপহার দিলেন এই জুটি। রুট অপরাজিত থাকলেন ১৪২* রানে এবং বেয়ারিস্টো ১১৪* রানে। দুই ব্রিটিশ ক্রিকেটারের সেঞ্চুরির সৌজন্যে ভারতকে ৭ উইকেটে হারিয়ে এজবাস্টনে ঐতিহাসিক জয় অর্জন করলো ইংল্যান্ড।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন