বিসিসিআই অতীত। এবার আইসিসি চেয়ারম্যান পদে বসতে পারেন জয় শাহ। আইসিসির বর্তমান চেয়ারম্যান গ্রেগ বার্কলে জানান, তিনি আর এই পদে থাকতে চান না। ফলে পরবর্তী চেয়ারম্যান হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন বর্তমান বিসিসিআই সচিব জয় শাহ।
গ্রেগ বার্কলের মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩০ নভেম্বর। কিন্তু নিয়মানুযায়ী তিনি আরও ২ বছর থাকতে পারতেন। বার্কলের বদলে যদি কোনও একজন ব্যক্তি মনোনয়ন দেন তাহলে নির্বাচনের প্রয়োজন নেই। একাধিক ব্যক্তির মনোনয়ন জমা পড়লে নির্বাচনের পথে হাঁটবে কর্তৃপক্ষ। নির্বাচনে জয়ের জন্য ১৬ ভোটের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা অর্থাৎ ৯টি ভোট পেতে হবে।
পরবর্তী চেয়ারম্যানের পদের জন্য মনোনয়ন জমার শেষ তারিখ ২৭ আগস্ট। ওই দিনের মধ্যে জয় শাহকে মনোনয়ন জমা দিতে হবে। তিনি যদি আইসিসির চেয়ারম্যান হন তাহলে বিসিসিআই সচিব পদ ছাড়তে হবে জয় শাহকে। সূত্রের খবর, জয় শাহ যদি নির্বাচনে অংশ নেন তাহলে একাধিক দেশ তাঁকে সমর্থন করতে পারে। সেক্ষেত্রে আইসিসি চেয়ারম্যান হওয়া থেকে কেউ আটকাতে পারবে না জয় শাহকে।
২০২০ সাল থেকে আইসিসির চেয়ারম্যান পদে আছেন বার্কলে। নিয়ম বলছে, একজন ব্যক্তি সর্বাধিক ২ বছর করে মোট ৩ বার এই পদে থাকতে পারেন। ২০২৬ পর্যন্ত থাকতেই পারতেন বার্কলে। কিন্তু তিনি আর দায়িত্ব গ্রহণে রাজি নন।
প্রসঙ্গত, এর আগে চারজন ভারতীয় আইসিসির প্রধান পদে বসেছিলেন। জগমোহন ডালমিয়া (১৯৯৭-২০০০) এবং শরদ পাওয়ার (২০১০-২০১২) আইসিসির সভাপতি ছিলেন। এছাড়া এন শ্রীনিবাসন (২০১৪-২০১৫) ও শশাঙ্ক মনোহর (২০১৫-২০২০) আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব সামলেছিলেন। পঞ্চম ভারতীয় হিসেবে আইসিসির প্রধান হওয়ার সুযোগ রয়েছে জয় শাহ-র কাছে। জয় শাহ যদি আইসিসি চেয়ারম্যান হন তাহলে সর্বকনিষ্ঠ হিসেবে এই পদে বসবেন তিনি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন