উইম্বলডনে আলো ছড়াচ্ছেন এক বাঙালি। সমীর বন্দোপাধ্যায়। সর্বভারতীয় টেনিস অ্যাসোসিয়েশন কিংবা বাংলার টেনিস অ্যাসোসিয়েশন কখনও নামই শোনেনি তাঁর। অথচ সেই ১৭ বছরের সমীরই জুনিয়র উইমবল্ডনের শেষ চারে। আমেরিকার নিউ জার্সিতে থাকা সমীর প্রবাসী বাঙালি। তবে উইমবল্ডনে প্রতিনিধিত্ব করছেন আমেরিকার হয়ে। আইটিএফ জুনিয়ার র্যাঙ্কিং-এ তিনি বিশ্বের ১৯ নম্বর স্থানে আছেন।
উইমবল্ডনের জুনিয়র বিভাগের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার মিলি পোলিসাককে স্ট্রেট সেটে উড়িয়ে দিয়ে জয় তুলে নেন সমীর। ম্যাচের ফলাফল এই প্রবাসী বাঙালির পক্ষে ৬-১, ৬-১। ম্যাচটি শেষ হয় মাত্র ৫৬ মিনিটে।
শুক্রবার সেমিফাইনালের আগে কোয়ার্টার ফাইনালে টুর্নামেন্টের পঞ্চম বাছাই ব্রাজিলের পেদ্রো বসকারদিনকে কোর্ট ৫-এ ৬-২, ৬-১ সেটে হারিয়ে সহজ জয় তুলে নেয় অখ্যাত সমীর।
গতকাল একইসঙ্গে জুনিয়র ডবলসের কোয়ার্টার ফাইনালেও জয় পেয়েছে সমীর। ককোরো ইসামুরাকে সঙ্গে নিয়ে জার্মান জুটি ফ্লোরিগ ও রেহবার্গকে ২-০ সেটে হারিয়ে জয় অর্জন করে তারা। জুনিয়র সিঙ্গেলসের সেমিফাইনালে সমীর মুখোমুখি হবে ফ্রান্সের সাসচা ওয়েনবার্গের।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন