Lionel Messi: আর মাত্র এক গোল, ঐতিহাসিক মাইলফলকের দোরগোড়ায় লিওনেল মেসি

আর একটি গোল করলেই ৭০০ গোল সম্পূর্ণ করবেন তিনি। যোগ দেবেন চিরপ্রতিদন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর এলিট ক্লাবে।
লিওনেল মেসি
লিওনেল মেসিছবি - আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের ফেসবুক পেজ
Published on

আর মাত্র এক গোল। ক্লাব কেরিয়ারে ঐতিহাসিক এক মাইলফলকের দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন বিশ্ব ফুটবলের অন্যতম শ্রেষ্ঠ তারকা লিওনেল মেসি। সদ্য আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জয়ী মেসি তাঁর ক্লাব ক্যারিয়ারে করেছেন ৬৯৯ টি গোল। আর একটি গোল করলেই ৭০০ গোল সম্পূর্ণ করবেন তিনি। যোগ দেবেন চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর এলিট ক্লাবে। এখনও পর্যন্ত বিশ্বের একমাত্র খেলোয়াড় হিসেবে ক্লাব ক্যারিয়ারে ৮০০-এর অধিক গোল করেছেন পর্তুগিজ মহাতারকা সিআর সেভেন।

ফুটবল ক্যারিয়ারের বেশিরভাগ সময়টাই বার্সেলোনায় কাটানো মেসি কাতালান জায়ান্টদের হয়ে ৭৭৮ টি ম্যাচ খেলে ৬৭২ টি গোল করেছেন। ২০২১ সালে তিনি পাড়ি জমান ফরাসি ক্লাব প্যারিস সাঁ জার্মেইনে। পিএসজির হয়ে ৬১ টি ম্যাচে গোল করেছেন ২৭ টি। সবমিলিয়ে ৮৩৯ ম্যাচে ৬৯৯ গোলের মালিক লিওনেল।

লীগ ওয়ানে পিএসজির পরবর্তী ম্যাচ রয়েছে মার্শেই-এর বিপক্ষে। এই ম্যাচেই মেসি স্পর্শ করতে পারেন এই ল্যান্ডমার্ক। একটি গোল করলেই ইতিহাসের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ক্লাব ফুটবলে ৭০০ গোলের মালিক হয়ে যাবেন তিনি।

প্যারিসিয়েনদের হয়ে শেষ ম্যাচে ৯৫ মিনিটের মাথায় দুর্দান্ত এক ফ্রি কিকে দলকে জয় এনে দিয়েছেন মেসি। লিলের বিপক্ষে কিলিয়ান এমবাপ্পে জোড়া গোল করলেও নির্ধারিত ৯০ মিনিটে খেলার ফলাফল ছিল ৩-৩। পুরো ম্যাচে অবশ্য মেসিকে সেভাবে জ্বলে উঠতে দেখা যায়নি। কিন্তু শেষ মুহূর্তে তাঁর ফ্রি কিক থেকেই জয় ছিনিয়ে নিয়েছে পিএসজি। এটি ছিল এই মরশুমে সমস্ত প্রতিযোগিতা মিলিয়ে মেসির ২৭তম গোল।

লিওনেল মেসি
ISL ফাইনালের ভেন্যু ঘোষণা হতেই কর্তৃপক্ষের ওপর ক্ষুব্ধ ফুটবল সমর্থকদের একাংশ!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in