উয়েফা ক্লাব লাইসেন্সিং অ্যান্ড ফিনান্সিয়াল ফেয়ার প্লে রুলস ভঙ্গ করায় আগামী মরশুমে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের প্রতি নিষেধাজ্ঞা জারি করলো উয়েফা। ফলে আগামী মরশুমে ইউরোপে খেলতে পারবে না জুভেন্টাস। শুক্রবার এই ঘোষণা করেছে উয়েফা।
জুভেন্টাস ছাড়াও ১০ মিলিয়ন ইউরো জরিমানা করা হয়েছে চেলসিকে। প্রিমিয়ার লিগের এই ক্লাবকে অসম্পূর্ণ আর্থিক প্রতিবেদন জমা দেবার কারণে এই জরিমানা করা হয়েছে।
গত বছরের ডিসেম্বর মাসে উয়েফা ক্লাব ফিনান্সিয়াল কন্ট্রোল বডি (CFCB) জুভেন্টাসের বিরুদ্ধে তদন্ত শুরু করে। এর আগেই জুভেন্টাস সহ আটটি ক্লাবের বিরুদ্ধে উয়েফার কাছে অভিযোগ জমা পড়েছিল।
সিএফসিবি জানিয়েছে, এই শাস্তি ছাড়াও জুভেন্টাসের বিরুদ্ধে ২০ মিলিয়ন ডলার জরিমানা করা হয়েছে। যার মধ্যে ১০ মিলিয়ন ইউরো জরিমানা শর্তাধীন। ক্লাব যদি ২০২৩, ২০২৪ এবং ২০২৫-এর আর্থিক বিবরণ উয়েফার নিয়ম মেনে সঠিক ভাবে জমা না দেয় সেক্ষেত্রে ওই জরিমানা কার্যকর হবে।
জুভেন্টাসের চেয়ারম্যান জিয়ানলুকা ফেরেইরো জানিয়েছেন, ক্লাব এই রায়ের বিরুদ্ধে আপিল করবে না। সিরি-এ লিগে সপ্তম স্থানে শেষ করার পর জুভেন্টাস কনফারেন্স লিগ প্লে ওর রাউন্ডের যোগ্যাতা অর্জন করেছে। এই মাসের শুরুতে কনফারেন্স লিগের কোয়ালিফাইং রাউন্ড শুরু হয়েছে।
নিষেধাজ্ঞা জারি হবার পর ইতালিয়ান ফুটবল ফেডারেশনকে (এফআইজিসি) পরবর্তী পদক্ষেপে উয়েফাকে জুভেন্টাসের বদলি ক্লাবের নাম জানাতে হবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন