বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ডের তৃতীয় টেস্ট। তার আগে কে এল রাহুলের চোট নিয়ে অসন্তোষ প্রকাশ করল ভারতীয় ক্রিকেট বোর্ড। সূত্রের খবর, রাহুল নাকি বোর্ডের সাথে কোনো যোগাযোগই করেননি।
চোট নিয়ে কে এল রাহুল কি কিছু লুকাচ্ছেন বিসিসিআই-কে? এমনটাই জল্পনা তৈরি হয়েছে। বাকি টেস্ট ম্যাচগুলির জন্য দল ঘোষণা করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। তখনই জানিয়ে দেওয়া হয় রাহুল এবং জাদেজার ফিটনেস দেখে তাঁদের টেস্ট দলে রাখা হবে। সূত্রের খবর, জাদেজা বোর্ডের কাছে নিজের শারীরিক অবস্থার কথা জানালেও কে এল রাহুলের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তাতেই ক্ষুব্ধ হয়েছে বোর্ড।
বোর্ডের এক আধিকারিক জানান, যদি বিসিসিআই মেডিক্যাল টিমের মনে হতো যে রাহুলের চোট গুরুতর তাহলে তাঁকে মূল দলে রাখা হত না। নতুন ঘোষিত স্কোয়াডেও থাকতো না রাহুলের নাম। কিন্তু রাহুল ইনস্টাগ্রামে নিজের খেলার ভিডিও দিয়ে ভুল বার্তা দিচ্ছেন।
সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে বিসিসিআই জানায়, কে এল রাহুল এখনও রাজকোটে রিপোর্ট করেননি। জাদেজা দলের সাথে যুক্ত হয়েছেন। বিসিসিআই মেডিক্যাল টিম রাহুলের বিষয়ে কিছু জানে না। তিনি আদৌ ম্যাচ ফিট কিনা সে বিষয়ে রাহুল বিসিসিআই-কে কিছুই জানাননি।
ভারত বনাম ইংল্যান্ডের তৃতীয় টেস্ট হবে রাজকোটে। ১৫-১৯ ফেব্রুয়ারি সেই ম্যাচ হবে। ২৩-২৭ ফেব্রুয়ারি চতুর্থ টেস্ট হবে রাঁচিতে এবং শেষ তথা পঞ্চম টেস্ট ম্যাচ হবে ধর্মশালাতে। ৭-১১ মার্চ পঞ্চম টেস্টের দিন নির্ধারিত হয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন