আগামী ৯ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে 'কলিঙ্গ সুপার কাপ'। যেখানে অংশ নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে আই লিগ এবং আইএসএল খেলা টিমগুলিকে। বুধবার এই খবর প্রকাশ করেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।
ওড়িশায় আসর বসতে চলা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলেছে মোট ১৬ টি টিম। চারটি গ্রুপে ভাগ করা হবে দলগুলিকে। এরপর নিজের গ্রুপের দলগুলির সঙ্গে ম্যাচ খেলা হবে। গ্রুপ পর্বে যে সমস্ত দলগুলি শীর্ষস্থান দখল করে থাকবে, তারা সেমিফাইনালের যোগ্যতা অর্জন করবে। এই টুর্নামেন্ট চলবে আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত।
টুর্নামেন্ট আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কোয়ালিফায়ার ম্যাচ খেলে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে হবে আই লিগের দলগুলিকে। তবে আই লিগের দলগুলির জন্য মোট চারটি জায়গা আগে থেকেই সংরক্ষিত রেখেছে কর্তৃপক্ষ।
আসন্ন এই প্রতিযোগিতা প্রসঙ্গে এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে বলেন, "আমরা আগেই জানিয়েছিলাম যে বড় করে আয়োজন করা হতে পারে সুপার কাপ। সুপার কাপ'কে এবার থেকে 'কলিঙ্গ সুপার কাপ' হিসেবে নামকরণ করা হয়েছে। আশা করি, দর্শক থেকে শুরু করে আয়োজকদের জন্য এটি একটি দারুন বিষয় হয়ে উঠতে চলেছে।"
ওড়িশার দু'টি মাঠে অনুষ্ঠিত হতে চলেছে সুপার কাপ। উল্লেখ্য, এই টুর্নামেন্টের চ্যাম্পিয়নরা সরাসরি এএফসি কাপের ২০২৩-২৪ মরসুমের এসিএল ২ প্রিলিমিনারি রাউন্ডে খেলার সুযোগ পেয়ে যাবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন