বুধবার কলিঙ্গ স্টেডিয়ামে সুপার কাপ সেমিফাইনালে জামশেদপুর এফসির বিরুদ্ধে নামবে ইস্টবেঙ্গল। ডার্বিতে মোহনবাগানকে হারিয়ে সেমিতে গেছে লাল হলুদ ব্রিগেড। ২০১২ সালে ফেডারেশন কাপের পরে ইস্টবেঙ্গলে কোনো সর্বভারতীয় ট্রফি নেই।
এই বিষয়ে মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বলেন, 'আমি চাই ইস্টবেঙ্গল সুপার কাপ চ্যাম্পিয়ন হোক। এত বছর কোনো ট্রফি নেই ক্লাবটার। এবার পাবে না তো কবে পাবে? ভারতের সেরা চারটে টুর্নামেন্ট যদি ধরা হয়, তা হলে আমরা গত বছর আইএসএল জিতেছি, এ বার মরসুমের শুরুতেই ডুরান্ড কাপ। আমরাই বাংলার ফুটবলটা এগিয়ে নিয়ে যাচ্ছি। আর কতদিন নিয়ে যাব? ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়ে বাংলার সম্মান বজায় রাখুক।"
তিনি আরও বলেন, "মহামেডান আই লিগে ভালো খেলছে ওরাও চ্যাম্পিয়ন হোক। সুপার কাপ ও আই লিগ যদি ইস্টবেঙ্গল-মহমেডান জেতে, তা হলে বৃত্ত সম্পূর্ণ হবে। বাংলার ফুটবলের জন্য এটা অত্যন্ত ভালো ব্যাপার। আর সেই কারণেই বেশি করে চাই, ইস্টবেঙ্গল সুপার কাপ জিতুক"।
চলতি মরসুমে টানা আট ম্যাচ অপরাজিত রয়েছে ইস্টবেঙ্গল, দীর্ঘদিন পর কোনও এক কোচের প্রশিক্ষণে এমন পরিস্থিতির সামনে এসেছে মশাল বাহিনী। এই প্রসঙ্গে কুয়াদ্রাত বললেন, "ধারাবাহিকতা ধরে রাখা অত্যন্ত জরুরি। তবে হ্যাঁ, কোনও একটা জায়গা থেকে ঘুরে দাঁড়ানোটা সব সময় কঠিন। খেলোয়াড়রা পরিকল্পনা মাফিক খেলছে, সেই কারণে ভালো জায়গায় রয়েছে। আশা করি, পরেও এরকম ভাবে এগিয়ে যেতে পারবে ইস্টবেঙ্গল"।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন