গত কন্যাশ্রী কাপে ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন করা কোচ সুজাতা কর পদত্যাগ করলেন। উপযুক্ত সম্মান পাচ্ছেন না ইস্টবেঙ্গল ক্লাব থেকে এই অভিযোগ করে সুজাতা পদত্যাগ করেন।
যদিও ক্লাব তাঁর পদত্যাগ এখনও গ্রহণ করেনি। লাল হলুদ কর্তারা সুজাতাকে বোঝানোর চেষ্টা করবেন সিদ্ধান্ত বিবেচনার করার জন্য। সুজাতা জানান, 'খিদে না পেলে কি কেউ খায়! নিশ্চই আমার এমন কিছু মনে হয়েছে সেটা আমি ক্লাবকে চিঠি দিয়ে জানিয়েছি।'
ইস্টবেঙ্গল কর্তারা এই বিষয় নিয়ে এখনই মুখ খুলতে নারাজ। মহিলাদের জাতীয় টুর্নামেন্টেও বাংলার কোচ ছিলেন সুজাতা। তার কোচিংয়ে বাংলা দল মূল পর্বে যায়।গত মহিলা ফুটবল ফাইনালে শ্রীভূমি ফুটবল ক্লাবকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইস্টবেঙ্গল।
ডুরান্ড কাপ, কলকাতা লিগ, আইএসএলে পুরুষ দলের ব্যর্থতার পরে মহিলা দলের সাফল্য ছিল ইস্টবেঙ্গল ক্লাবের জন্য বড় ইতিবাচক দিক। জাতীয় মহিলা লিগে নামার কয়েক দিন আগে ইস্টবেঙ্গলের হেড কোচের পদত্যাগ বড় ধাক্কা দেবে দলকে। আগামী ২৬ এপ্রিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গোকুলাম কেরালার বিরুদ্ধে খেলবে ইস্টবেঙ্গল। কিন্তু সুজাতার পদত্যাগ সবকিছু তালগোল পাকিয়ে দিল মনে করছে ফুটবলমহল।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন