বিশ্বকাপে ভারতের সূচি নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্বকাপ (১৯৮৩) জয়ী প্রাক্তন ভারত অধিনায়ক কপিল দেব। পাশাপাশি বিসিসিআইকে বাড়তি দায়িত্ব নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।
৫ অক্টোবর থেকে বিশ্বকাপ শুরু হলেও ভারতের প্রথম ম্যাচ ৮ অক্টোবর। অস্ট্রেলিয়া ম্যাচ দিয়েই রোহিতদের বিশ্বকাপ যাত্রা শুরু হবে। গ্রুপ পর্বে মোট ৯টি ম্যাচ খেলতে হবে ভারতকে। এই সূচি দেখেই কপিল দেব প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, ‘সেমিফাইনাল ও ফাইনাল মিলিয়ে ভারতকে মোট ১১ টি ম্যাচ খেলতে হতে পারে। ভারতের একটা ম্যাচ ধর্মশালায় তো পরের ম্যাচটা হবে বেঙ্গালুরুতে। আবার সেখান থেকে কলকাতা। ফলে প্রচুর ঘুরতে হবে। ৯টি মাঠে খেলতে হবে রোহিতদের। এইভাবে সুচি কারা বানিয়েছে?’
তিনি আরও বলেন, বিসিসিআইকে বাড়তি দায়িত্ব নিতে হবে। প্রয়োজনে ভারতীয় প্লেয়ারদের জন্য চার্টার্ড ফ্লাইট-র ব্যবস্থা করতে হবে। প্লেয়ারদের যাতে বেশি পরিশ্রম না হয় সেদিকে খেয়াল রাখা দরকার। কারণ আমরা এখনো আইসিসি টুর্নামেন্টগুলিতে সেমিফাইনাল ফাইনাল পর্যন্তও যাচ্ছি।
৫ অক্টোবর থেকে শুরু হবে বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। ভারত তাদের প্রথম ম্যাচ খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, ৮ অক্টোবর। এরপর ১১ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে দিল্লিতে খেলবে রোহিত ব্রিগেড। তারপর রয়েছে পাকিস্তানের সাথে ম্যাচ। ১৯ অক্টোবর বাংলাদেশের মুখোমুখি হবে বিরাটরা। ২২ অক্টোবর প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ২৯ অক্টোবর ভারত খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে। ২ নভেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত। ৫ নভেম্বর বিপক্ষে থাকবে দক্ষিণ আফ্রিকা এবং ১১ নভেম্বর নেদারল্যান্ডসের বিরুদ্ধে মাঠে নামবে রোহিতরা। ১৫ অক্টোবর পাকিস্তান ম্যাচ নিয়ে এখনও জট কাটেনি। সূত্র মারফত জানা যাচ্ছে, ওই ম্যাচটি ১৪ অক্টোবর হতে পারে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন