দু'মাস পর ভারতে শুরু হবে ওয়ান ডে বিশ্বকাপ ২০২৩। এখনও নিশ্চিত নয় ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরাহ। যা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কিংবদন্তি ক্রিকেটার কপিল দেব।
এক সাক্ষাৎকারে ১৯৮৩ বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক ভারতীয় প্লেয়ারদের চোট-আঘাত ও আইপিএল নিয়ে নিজের মতামত দেন। তাঁর কথায়, দেশের প্রয়োজনে আইপিএল না খেললেও পারেন গুরুত্বপূর্ণ সদস্যরা। তিনি বলেন, "আইপিএলের কারণে যদি আপনি আঘাত প্রাপ্ত হন। আর সেই কারণে যদি দেশের হয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ নাই খেলতে পারেন, তাহলে আইপিএল না খেলাই শ্রেয়। আইপিএল ভালো কিন্তু আইপিএল আপনার কেরিয়ারকে নষ্টও করে দিতে পারে।"
পাশাপাশি বুমরাহকে নিয়েও সরব হন ভারতের প্রাক্তন অধিনায়ক। তিনি বলেন, "বুমরাহর সাথে কী হলো? সে অনেক বিশ্বাসের সাথে কাজ শুরু করেছিল। কিন্তু সে যদি বিশ্বকাপের সেমিফাইনাল বা ফাইনালে না খেলে তাহলে তার পেছনে সময় নষ্ট করছি আমরা। ঋষভ পান্থও খুবই ভালো ক্রিকেটার। সে থাকলে টেস্টের ফল আরও ভালো হতে পারতো।"
তিনি আরও বলেন, ইনজুরি হয় না, সেই কথা একবারও বলছি না। ক্রিকেট জীবনে আমারও ইনজুরি হয়েছে। এখন তো সমস্ত ব্যবস্থা আরও উন্নত হয়েছে। বোর্ডেরও উচিত নিজের ক্রিকেটারদের প্রতি বিশেষ নজর দেওয়া। ক্রিকেট বোর্ড ঠিক করে দিক একজন প্লেয়ারের একটা মরশুমে কতগুলি ম্যাচ খেলা উচিত। ক্রিকেট বোর্ডেও বেশকিছু ত্রুটি রয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন