Asia Cup 2023: ভারতীয় দলে রাহুল-শ্রেয়াসকে রাখা নিয়ে নির্বাচকদের পাশে কপিল দেব

কপিল দেব বলেন, "দুই ব্যাটার কতটা ফিট তা এশিয়া কাপে দেখে নেওয়া যাবে। যদি পুনরায় চোট পান তাহলে বিশ্বকাপের আগে তাঁদের বদলে অন্য প্লেয়ারকে সুযোগ দেওয়া যেতে পারে।"
কপিলদেব
কপিলদেব ফাইল ছবি দ্য ট্রিবিউন-এর সৌজন্যে
Published on

এশিয়া কাপে ভারতীয় স্কোয়াডে শ্রেয়স আইয়ার ও কে এল রাহুলকে রাখা নিয়ে নির্বাচকদের পাশে দাঁড়ালেন প্রাক্তন ভারত অধিনায়ক কপিল দেব। তাঁর মতে আসন্ন বিশ্বকাপের আগে এশিয়া কাপই সেরা মঞ্চ ওই দুই ব্যাটারকে দেখে নেওয়ার।

ভারতীয় দলে কে এল রাহুল এবং শ্রেয়স আইয়ারকে রাখা নিয়ে অনেকেই সমালোচনা করেছিলেন। সমালোচকদের দাবি, দুই ব্যাটারই পুরো ফিট নন। তারপরেও দু'জনকে সুযোগ দেওয়া হলো। কেউ কেউ আবার স্বজনপোষণেরও অভিযোগ করেছিলেন। এবার সমালোচকদের দাবি উড়িয়ে অজিত আগরকরকে সমর্থন করলেন ৮৩'র বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব। তিনি বলেন, "দুই ব্যাটার কতটা ফিট তা এশিয়া কাপে দেখে নেওয়া যাবে। যদি পুনরায় চোট পান তাহলে বিশ্বকাপের আগে তাঁদের বদলে অন্য প্লেয়ারকে সুযোগ দেওয়া যেতে পারে। কারণ প্রতিভার কোনো অভাব নেই। অনেকেই বিশ্বকাপ খেলার জন্য প্রস্তুত রয়েছে।"

তিনি আরও বলেন, "বিশ্বকাপের জন্য শক্তিশালী দল গঠনের জন্য সেরা মঞ্চ হচ্ছে এশিয়া কাপ। প্রতিটা প্লেয়ারকে দেখে নেওয়ার সুযোগ রয়েছে বোর্ডের কাছে। কারণ বিশ্বকাপে চলে যাওয়ার পর যদি কেউ চোটের কারণে ছিটকে যায় তাহলে ভারতীয় টিমের জন্য খুবই ক্ষতিকর। আমি মনে করি যাঁরা চোট মুক্ত হয়ে ফিরছেন সকলকেই সুযোগ দেওয়া উচিত। নয়তো তাঁদের প্রতি অন্যায় করা হবে। তারা সম্পূর্ণ ফিট হলে অবশ্যই বিশ্বকাপে খেলবেন। নয়তো বিকল্প প্লেয়ার বেছে নিতে হবে।"

উল্লেখ্য, এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বিসিসিআই। একনজরে দেখা যাক ভারতীয় দল -

ব্যাটার - রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কে এল রাহুল, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা এবং ঈশান কিষাণ।

অল রাউন্ডার - হার্দিক পাণ্ডিয়া (সহ অধিনায়ক), রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেল।

বোলার - শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব এবং প্রসিদ্ধ কৃষ্ণা। রিজার্ভে রাখা হয়েছে সঞ্জু স্যামসনকে।

৩০ তারিখ থেকে শুরু হলেও ভারত এশিয়া কাপ অভিযান শুরু করবে ২ সেপ্টেম্বর থেকে। ভারতের প্রথম ম্যাচ হবে পাকিস্তানের সাথে। ৪ সেপ্টেম্বর খেলবে নেপালের বিরুদ্ধে।

কপিলদেব
BCCI: নতুন টাইটেল স্পনসর পেল ভারতীয় ক্রিকেটে, ম্যাচ পিছু BCCI-র কত টাকা আয় হবে জানেন?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in