Karim Benzema: রোনাল্ডোর পর এবার সৌদি প্রো লীগে করিম বেনজেমা!

এএফপির তথ্য অনুযায়ী ওই সূত্র জানিয়েছে, আল ইত্তিহাদে তিন বছরের জন্য চুক্তি করেছেন বেনজেমা। যা শুরু হচ্ছে পরের মরশুম থেকে।
করিম বেনজেমা
করিম বেনজেমাফাইল ছবি - ফ্রেঞ্চ টিমের ট্যুইটার হ্যান্ডেল
Published on

এক সময়ের সতীর্থ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পাড়ি জমিয়েছেন আগেই। এবার সৌদি প্রো লীগে পা রাখছেন ব্যালন ডি'অর জয়ী ফরাসী মহাতারকা করিম বেনজেমা। রিয়াল মাদ্রিদের হয়ে দীর্ঘ ১৪ বছর কাটানোর পর বেনজেমার নতুন গন্তব্য এখন আল ইত্তিহাদ। জেদ্দায় ভিত্তিক ক্লাবের একটি সূত্র মঙ্গলবার এএফপিকে এমনটাই জানিয়েছে।

এএফপির তথ্য অনুযায়ী ওই সূত্র জানিয়েছে, আল ইত্তিহাদে তিন বছরের জন্য চুক্তি করেছেন বেনজেমা। যা শুরু হচ্ছে পরের মরশুম থেকে। পাঁচবারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী এই ফরোয়ার্ডকে রিয়াল বিদায় সংবর্ধনা দেওয়ার পরই চূড়ান্ত ঘোষণা আসবে। রোনাল্ডোর পর বেনজেমা যাচ্ছেন সৌদি প্রো লীগে।

পাশাপাশি, লিওনেল মেসিও দৌড়ে রয়েছেন।প্যারিস সাঁ জার্মেইনকে বিদায় জানানোর পরই ফ্রান্সে উড়ে গিয়েছে আল হিলালের সিনিয়র কর্মকর্তারা। সৌদি প্রতিনিধিদল মেসির বাবা ও এজেন্টের সাথে দেখা করে চুক্তিতে সিলমোহর আনার চেষ্টা করছে। মেসি-রোনাল্ডো-বেনজেমার মতো মহাতারকারা সৌদি প্রো লীগে খেললে এই লীগের জৌলুস যে কতটা বাড়বে তা আর বলার অপেক্ষা রাখে না।

২০০৯ সালে ফরাসী লীগ ওয়ানের ক্লাব লিঁও থেকে রিয়াল মাদ্রিদে এসেছিলেন বেনজেমা। দীর্ঘ ১৪ বছর কাটিয়েছেন লস ব্ল্যাঙ্কোসদের জার্সিতে। ম্যাচ খেলেছেন ৬৪৭ টি। গোল করেছেন ৩৫৩ টি। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর রিয়াল মাদ্রিদের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোলস্কোরার তিনি। বেনজেমা স্প্যানিশ ক্লাবটির হয়ে জিতেছেন পাঁচটি চ্যাম্পিয়নস লীগ, চারটি লা লিগা এবং তিনটি কোপা দেল'রে। রিয়ালের হয়েই জিতেছেন ব্যালন ডি'অর।

করিম বেনজেমা
Lionel Messi : চুক্তি সম্পন্ন! রোনাল্ডোর পর এবার সৌদি আরবে পাড়ি জমাচ্ছেন লিওনেল মেসি

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in