আইএসএলের প্রথম ম্যাচেই ধাক্কা খেল ইমামি ইস্টবেঙ্গল। কেরালার কাছে ৩-১ গোলে হেরে মরশুম শুরু করতে হল লাল-হলুদ ব্রিগেডকে। অ্যাওয়ে ম্যাচ হারার ফলে বেশ হতাশ হয়েছেন সমর্থকরা।
উদ্বোধনী ম্যাচে জ্বলে উঠল না মশাল। কেরালা ব্লাস্টার্সের আক্রমণের মুখে কার্যত তাসের ঘরের মতো ভেঙে গেল ইস্টবেঙ্গলের রক্ষণভাগ। প্রথম থেকে দুই দলই একটু রক্ষণাত্মক ভূমিকায় খেলতে শুরু করে। প্রথমার্ধে একাধিক সুযোগ পেলেও দুই দলই গোল করতে ব্যর্থ হয়। যার ফলে গোল শূন্য শেষ হয় প্রথম ৪৫ মিনিট।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে দুই দলের কোচ নিজেদের স্ট্র্যাটেজির কিছু পরিবর্তন করেন। ৭২ মিনিটের মাথায় খাবরার দুরন্ত পাস থেকে লাল-হলুদের জালে বল ঢোকান এ লুনা। ঠিক ১০ মিনিট পরেই নিজের দক্ষতায় প্রায় মাঝমাঠ থেকে বল নিয়ে কেরালার হয়ে দ্বিতীয় গোল করেন ইভান। ম্যাচের ৮৮ মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে গোল করেন ব্রাজিলিয়ান তারকা অ্যালেক্স লিমা। তাতেও কোনো লাভ হয়নি। ১ মিনিটের মধ্যে কেরালার তৃতীয় ও নিজের দ্বিতীয় গোল করে জয় নিশ্চিত করেন ইভান।
গোটা ম্যাচে কেরালা নিয়েছে মোট ২২টি শট। সেখানে কনস্টানটাইনের ইস্টবেঙ্গল নিয়েছে মাত্র ৭টি শট। ৯০ মিনিটে কেরালা ৩৮০টি পাস খেলেছে। লাল-হলুদ শিবির খেলেছে ৩৩৫টি। ম্যাচ জুড়ে কেরালার আক্রমণের অন্যতম উদাহরণ ছিল কর্নারের সংখ্যা। সাহাল আবদুল সামাদরা পেয়েছেন ৮টি কর্নার। সৌভিক চক্রবর্তীরা পেয়েছেন ৪টি কর্নার।
কেরালার এই জয়ে বেশ খুশী হয়েছেন জওয়াহরলাল নেহেরু স্টেডিয়ামে খেলা দেখতে আসা সমর্থকরা। প্রথম ম্যাচেই ঘরের মাঠে তিন পয়েন্ট পেয়ে বেশ আত্মবিশ্বাসী কেরালা ব্লাস্টার্সের খেলোয়াড়েরা। সকলে মনে করছেন এই জয় আগামী ম্যাচগুলি খেলার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন