ISL: খেলা চলাকালীন দল তুলে নেওয়ার সিদ্ধান্ত, বড় শাস্তির মুখে কেরালা ব্লাস্টার্স!

বিতর্কিত ঘটনাটি ঘটে ম্যাচের ৯৭ মিনিটে। বক্সের বাইরে সুনীল ছেত্রীকে ফাউল করায় ফ্রি কিকের নির্দেশ দেন রেফারি। রেফারির বাঁশি বাজানোর আগেই সুনীল ফ্রি কিক থেকে গোল করেন বলে অভিযোগ করেন কেরালার ফুটবলাররা।
মাঠ থেকে খেলোয়াড় তুলে নেওয়ার বার্তা কোচের
মাঠ থেকে খেলোয়াড় তুলে নেওয়ার বার্তা কোচেরছবি - সংগৃহীত
Published on

আইএসএলের প্লে অফের প্রথম ম্যাচে ঘটে গেল নজির বিহীন ঘটনা। রেফারির সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে খেলা শেষ হওয়ার আগেই দল তুলে নিল কেরালা ব্লাস্টার্স। ব্যাঙ্গালুরু জায়গা করে নিল সেমিফাইনালে। এখন কেরালা যে বড় শাস্তির মুখে পড়তে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না। আই লিগে দল তুলে নেওয়ায় এর আগে মোহনবাগানকে আর্থিক জরিমানার পাশাপাশি শূন্য পয়েন্ট নিয়ে খেলতে হয়েছিল।

বিতর্কিত ঘটনাটি ঘটে ম্যাচের ৯৭ মিনিটে। বক্সের বাইরে সুনীল ছেত্রীকে ফাউল করায় ফ্রি কিকের নির্দেশ দেন রেফারি। কোনোরকম দেরি না করেই ফ্রি কিক নেন সুনীল এবং গোলও করেন। এরপরেই শুরু হয় ঝামেলা। রেফারির বাঁশি বাজানোর আগেই সুনীল ফ্রি কিক থেকে গোল করেন বলে অভিযোগ করেন কেরালার ফুটবলাররা। গোল বাতিলের জন্য রেফারির সাথে বচসা শুরু করে। রেফারি বিষয়ে ক্রিস্টাল জন কেরলের আবেদনে সাড়া দেননি। তিনি তাঁর সিদ্ধান্তে অটুট থাকেন। শেষমেষ রেগে দল তুলে নেন ইভান ভুকোমানোভিচ।

কেরল রেফারির বিরুদ্ধে অভিযোগ তুলেছে পক্ষপাতের। ফ্রি কিক ঘোষণার পর তারা ওয়াল তৈরির আগেই সুনীল শট নেন। গোলকিপারও প্রস্তুত ছিলেন না। রেফারি অবশ্য জানিয়েছেন নিয়ম মেনেই গোল করেছেন সুনীল। আধুনিক নিয়মে সামান্য ফাইলে রেফারির বাঁশির অপেক্ষা না করে দ্রুত খেলা শুরু করে দেওয়া যেতে পারে বলে জানান ক্রিস্টাল জন। কিন্তু কেরল তা মানতে নারাজ। তাদের প্রস্তুত হওয়ার আগেই সুনীলের শট, এবং সেখান থেকে গোল হওয়ায় মাঠ ছেড়ে চলে যায় তারা।

ম্যাচ শেষে ব্যাঙ্গালুরু অধিনায়ক সুনীল ছেত্রী জানান, তিনি রেফারিকে জিজ্ঞাসা করেই ফ্রি কিক নিয়েছিলেন। পাশাপাশি, সেমিফাইনালের যোগ্যতা অর্জন করায় উচ্ছ্বাসও প্রকাশ করেছেন তিনি।

মাঠ থেকে খেলোয়াড় তুলে নেওয়ার বার্তা কোচের
Indian Super League: নক আউটে প্রতিপক্ষ ওড়িশা, এগিয়ে থাকলেও সতর্ক সবুজ-মেরুন শিবির

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in