IND vs AUS: খোয়াজার দুর্দান্ত সেঞ্চুরি, আমেদাবাদে প্রথম দিন সফল অস্ট্রেলিয়ার

আমেদাবাদে সারাদিন ব্যাট করে গেলেন উসমান খোয়াজা। দিন শেষে অপরাজিত রইলেন ২৫১ বলে ১০৪ রান করে।
সেঞ্চুরি করলেন উসমান খোয়াজা
সেঞ্চুরি করলেন উসমান খোয়াজাছবি - ICC-র ট্যুইটার
Published on

আমেদাবাদে সফল প্রথম দিন পার করলো অস্ট্রেলিয়া। উসমান খোয়াজার দুর্দান্ত শতরানের পাশাপাশি শেষ সেশনে ক্যামেরন গ্রিনের দাপটে চতুর্থ টেস্টের প্রথম দিনে আলো ছড়িয়ে গেল অস্ট্রেলিয়া। দিন শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৪ উইকেট হারিয়ে ২৫৫ রান। ওপেন করতে নেমে শেষ পর্যন্ত সেঞ্চুরি হাঁকিয়ে খোয়াজা অপরাজিত রইলেন ১০৪ রানে। শেষ ১৩ বছরে ভারতে এই প্রথম কোনো অস্ট্রেলিয়ান বাঁ হাতি ক্রিকেটার সেঞ্চুরি করলেন। গ্রিন অপরাজিত রইলেন ৪৯ রানে।

আমেদাবাদে বৃহস্পতিবার টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। উসমান খোয়াজা এবং ট্রাভিস হেডের হাত ধরে দুর্দান্ত শুরু করে অজিরা। প্রথম উইকেটে এই জুটি যোগ করেন ৬১ রান। ট্রাভিস হেড অবশ্য ব্যক্তিগত ৭ রানের মাথায় ফিরে যেতে পারতেন। তবে উমেশ যাদবের বলে সহজ এক ক্যাচ হাতছাড়া করেন শ্রীকর ভরত। এরপর হেড বেশ এগিয়ে দেন অস্ট্রেলিয়াকে। ৭ টি বাউন্ডারির মাধ্যমে ৪৪ বলে ৩২ রান করে ফেরেন তিনি।

হেড ফিরে যাওয়ার পর তিন নম্বরে ব্যাট করতে নামা মার্নাস লাবুশানে বেশিক্ষণ দাঁড়াতে পারেননি। মাত্র ৩ রান করেই ফিরে যান তিনি। লাবুশানেকে ক্লিন বোল্ড করেন মহম্মদ শামি। প্রথম সেশনে অস্ট্রেলিয়া হারায় দুটি উইকেট।

দ্বিতীয় সেশনে অস্ট্রেলিয়াকে আর কোনো উইকেট খোয়াতে হয়নি। অজি অধিনায়ক স্টিভ স্মিথ এবং ওপেনার উসমান খোয়াজা ২৪৮ বলে ৭৯ রানের পার্টনারশিপ গড়েন। চা পানের বিরতির পরেই দলগত স্কোর ১৫১ রানের মাথায় স্মিথ ফেরেন ৩৮ রান করে। পিটার হ্যান্ডসকম্বকে ব্যক্তিগত ১৭ রানে ফেরান মহম্মদ শামি।

আমেদাবাদে সারাদিন ব্যাট করে গেলেন উসমান খোয়াজা। দিন শেষে অপরাজিত রইলেন ২৫১ বলে ১০৪ রান করে। খোয়াজা তাঁর ইনিংস সাজিয়েছেন ১৫ টি বাউন্ডারির মাধ্যমে। শেষ সেশনে ব্যাট করতে নেমে দুর্দান্ত ইনিংস খেললেন ক্যামেরন গ্রিনও। গ্রিন অপরাজিত রইলেন ৬৪ বলে ব্যক্তিগত ৪৯ রানে।

সেঞ্চুরি করলেন উসমান খোয়াজা
‘আমাদের হারানো কঠিন’ - ATK মোহনবাগানের বিরুদ্ধে নামার আগেই হুঙ্কার হায়দরাবাদ কোচের
সেঞ্চুরি করলেন উসমান খোয়াজা
NZ vs SL: ক্রাইস্টচার্চে দুর্দান্ত শুরু শ্রীলঙ্কার, কড়া চ্যালেঞ্জের সামনে ভারত

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in