লড়াই করেও সোনা জিততে পারলেন না কিদম্বী শ্রীকান্ত। রূপো নিয়েই সন্তুষ্ট থাকতে হলো বিশ্বের প্রাক্তন এক নম্বর শাটলারকে। টান টান উত্তেজনার ফাইনালে সিঙ্গাপুরের লো কিন ইউয়ের বিরুদ্ধে ১৫-২১, ২০-২২ গেমে হেরে যান ভারতীয় তারকা। তবে রূপো জিতেও ইতিহাস রচনা করলেন শ্রীকান্ত। প্রথম ভারতীয় শাটলার হিসেবে ব্যাডমিন্টনের বিশ্বচ্যাম্পিয়নশীপে রূপো জিতলেন ভারতীয় শাটলার।
স্পেনের হুয়েলভাতে এদিন শ্রীকান্তকে স্ট্রেট সেটে হারিয়েছেন লো কেন। তবে লড়াই হয়েছে কাঁটায় কাঁটায়। প্রথম সেট ১৫-২১ গেমে হারলেও দ্বিতীয় সেটে চোখে চোখ রেখে লড়াই চালিয়ে যান শ্রীকান্ত। তবে ২০-২২ সেটে ম্যাচ জিতে বাজিমাৎ করেন সিঙ্গাপুরের শাটলার। রূপো নিয়েই সন্তুষ্ট থাকতে হয় শ্রীকান্তকে।
ব্যাডমিন্টনের বিশ্বচ্যাম্পিয়নশীপের ইতিহাসে কোনো ভারতীয় পুরুষ শাটলার এর আগে রূপো জেতেননি। ১৯৮৩ সালে প্রথমবার এই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছিলেন প্রকাশ পাডুকোন। তারপর ২০১৯ সালে বি সাই প্রণীত দেশকে ব্রোঞ্জ এনে দেন। এবার শ্রীকান্তের হাত ধরে ভারত জিতলো পুরুষদের সিঙ্গেলসে প্রথম রূপো।
মহিলাদের বিভাগে ২০১৮ এবং ২০১৯ সালে পিভি সিন্ধু পরপর দুবার ফাইনালে প্রবেশ করেছিলেন। প্রথমবার ফাইনালে হারলেও দ্বিতীয়বার তিনি দেশকে সোনা এনে দেন। তবে এবার কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে দেশের অলিম্পিক পদক বিজয়ী শাটলারকে। স্পেনের হুয়েলভাতে অনুষ্ঠিত বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপের এবারের আসরে ভারত জিতেছে দুটি পদক। তরুণ লক্ষ্য সেন দেশকে ব্রোঞ্জ এনে দিয়েছেন এবং শ্রীকান্ত জিতলেন রূপো।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন