আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর কিউই অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোমের

২০১২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটানোর পর ব্ল্যাক ক্যাপসদের হয়ে ২৯ টি টেস্ট, ৪৫ টি একদিনের আন্তর্জাতিক এবং ৪১ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন গ্র্যান্ডহোম।
কলিন ডি গ্র্যান্ডহোম
কলিন ডি গ্র্যান্ডহোম
Published on

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন কিউই অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোম। ক্রমাগত চোট এবং পরিবারকে সময় দেওয়ার জন্য ক্রিকেটকে বিদায় জানালেন তিনি।নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা করে বুধবার ৩৬ বর্ষীয় অলরাউন্ডার জানিয়ে দিলেন এটিই ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সঠিক সময়।

২০১২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটানোর পর ব্ল্যাক ক্যাপসদের হয়ে ২৯ টি টেস্ট, ৪৫ টি একদিনের আন্তর্জাতিক এবং ৪১ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন গ্র্যান্ডহোম। টেস্টে ব্যাট হাতে ১৪৩২ রানের পাশাপাশি বল হাতে নিয়েছেন ৪৯ টি উইকেট। ওডিআই কেরিয়ারে রান করেছেন ৭৪২ এবং উইকেট নিয়েছেন ৩০ টি। ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণ টি-টোয়েন্টিতে তাঁর রান সংখ্যা ৫০৫ এবং উইকেট রয়েছে ১২টি।

বুধবার একটি বিবৃতিতে গ্র্যান্ডহোম বলেন, "আমি যথেষ্ট ভাগ্যবান যে ২০১২ সালে আত্মপ্রকাশ করার পর থেকে ব্ল্যাক ক্যাপসের হয়ে খেলার সুযোগ পেয়েছি এবং আমি আমার আন্তর্জাতিক কেরিয়ার নিয়ে গর্বিত - কিন্তু আমি মনে করি এটাই শেষ করার সঠিক সময়।"

গ্র্যান্ডহোম আরও বলেন, "আমি স্বীকার করি যে আমি আর কম বয়সী নয় এবং প্রশিক্ষণ আরও কঠিন হয়ে উঠছে, বিশেষ করে ইনজুরির কারণে। আমারও একটি পরিবার রয়েছে এবং আমার ভবিষ্যত ক্রিকেট-পরবর্তী কেমন হবে তা বোঝার চেষ্টা করছি। এই সবই গত কয়েক সপ্তাহ ধরে আমার মাথায় আছে। আমরা গত এক দশক হয়ে এই দলের হয়ে খেলেছি। সতীর্থ খেলোয়াড়, কোচিং স্টাফ এবং অন্যান্য খেলোয়াড়দের সঙ্গে যে আজীবন বন্ধুত্ব তৈরি হয়েছে, তা আমি সারাজীবন মনে রাখবো।"

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন গ্র্যান্ডহোম। নর্দান ডিস্ট্রিক্টের হয়ে খেলার জন্য কথা বলতে চলেছেন তিনি।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in