শুরুটা পরাজয় দিয়ে হলেও শেষ দুই ম্যাচ জিতে নিজেদের ছন্দ খুঁজে পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। শুক্রবার জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে ইডেনে নামছেন নীতিশ রানারা। প্রতিপক্ষ এইডেন মার্করাম, ব্রায়ান লারাদের সানরাইজার্স হায়দরাবাদ। গত ম্যাচে যারাও প্রথম জয় পেয়েছে। ইডেনে আজ কেমন হতে পারে দুই দলের একাদশ?
ইডেনে কলকাতা হারিয়েছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে। দুর্দান্ত প্রদর্শন করে স্পিনাররা। আজকেও অনুমান করা হচ্ছে সুনীল নারাইন, বরুণ চক্রবর্তী, সুয়াস শর্মারা দাপট দেখাবে। অন্যদিকে সানরাইজার্স হায়দরাবাদের স্পিন শক্তি যে খুব ভালো তা বলা যাচ্ছে না। ওয়াশিংটন সুন্দর এবং মায়াঙ্ক মারকান্ডের উপর নির্ভর করছে সানরাইজার্স।
অবশ্য, লড়াই যে কাঁটায় কাঁটায় হতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না। প্রথম দুই ম্যাচ হারলেও গত ম্যাচে জয় পেয়েছে মার্করামরা। স্পিন শক্তি দুর্বল হলেও ভুবনেশ্বর কুমার, উমরান মালিকেরা রয়েছেন পেস বিভাগ সামলানোর জন্য। ব্যাটারাও রানে ফিরেছেন।
কলকাতা এই ম্যাচে রাসেলকে সুযোগ দেবে কিনা তা নিয়েও প্রশ্ন রয়েছে। কারণ ক্যারিবিয়ান তারকা একদমই ছন্দে নেই। শেষ দুই ম্যাচে আরসিবি-র বিরুদ্ধে হয়েছেন গোল্ডেন ডাক এবং গুজরাটের বিপক্ষে ২ বলে ১ রান করেন। তাছাড়া তিন ম্যাচের একটিতেও বল হাতে দেখা যায়নি তাঁকে। আজ রাসেল খেলবেন নাকি তাঁর জায়গায় অন্য কেউ সুযোগ পাবেন তা নিয়ে জল্পনা চলছে। অন্যদিকে রহমনউল্লাহ গুরবাজের পরিবর্তে আজ দেখা যেতে পারে ব্রিটিশ তারকা জেশন রয়কে।
কেমন হতে পারে দুই দলের প্রথম একাদশ-
কলকাতা নাইট রাইডার্স : জেশন রয়, নারায়ণ জগদীশন (উইকেটরক্ষক), ভেঙ্কটেশ আইয়ার, নীতিশ রানা (অধিনায়ক), আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, শার্দুল ঠাকুর, সুনীল নারিন, লকি ফার্গুসন, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী।
সানরাইজার্স হায়দরাবাদ : মায়াঙ্ক আগরওয়াল, হ্যারি ব্রুক, রাহুল ত্রিপাঠি, এইডেন মার্করাম (অধিনায়ক), হেনরিক ক্লাসেন (উইকেটরক্ষক), আব্দুল সামাদ, ওয়াশিংটন সুন্দর, মায়াঙ্ক মারকান্ডে, মার্কো জানসেন, ভুবনেশ্বর কুমার, উমরান মালিক।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন