KKR: আইপিএল-র ইতিহাসে প্রথমবার, নজির গড়লো কলকাতা নাইট রাইডার্স!

People's Reporter: চলতি মরসুমে এখনও পর্যন্ত ১৩ ম্যাচ খেলে ৯টিতে জয় পেয়েছে তারা। ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে কেকেআর।
টিম কে কে আর
টিম কে কে আরছবি - কেকেআরের ফেসবুক পেজ
Published on

আইপিএল-র ইতিহাসে প্রথম বার লিগ টেবিলের 'ফার্স্ট বয়' হয়ে মরসুম শেষ করতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। বুধবার পাঞ্জাবের কাছে রাজস্থান হারায় কেকেআরের প্রথম স্থান ধরে রাখা নিশ্চিত হয়ে যায়। এর আগে কোনও মরসুমেই পয়েন্ট টেবিলের প্রথম স্থানে শেষ করতে পারেনি কলকাতা।

গৌতম গম্ভীর ফেরার পর থেকেই নাইট শিবিরে আত্মবিশ্বাস যেন আরও বেড়েছে। চলতি মরসুমে এখনও পর্যন্ত ১৩ ম্যাচ খেলে ৯টিতে জয় পেয়েছে তারা। ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে কেকেআর। গতকাল ম্যাচে রাজস্থান হারায় প্রথম স্থানেই থাকবে রিঙ্কু সিংরা। কারণ রাজস্থানের আর একটি মাত্র ম্যাচ বাকি তাও সেটা কলকাতার সাথে। সেই ম্যাচে সঞ্জু স্যামসনরা জিতলেও সর্বোচ্চ ১৮ পয়েন্টে পৌঁছবে।

এর আগে দু'বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কে কে আর। ২০১২ এবং ২০১৪ সালে শিরোপা জেতে নাইটরা। সেই দু'বারই পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে শেষ করেছিল কলকাতা। ২০১২ সালে ১৬ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানে ছিল দিল্লি। আর কেকেআর পেয়েছিল ২১ পয়েন্ট। ২০১৪ মরসুমে ১৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে ছিল কলকাতা। ২২ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে ছিল পাঞ্জাব।

এছাড়া ২০১৮ সালে ১৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে শেষ করেছিল শাহরুখ খানের দল। ২০১৬, ২০১৭ এবং ২০২১ সালে চতুর্থ স্থানে শেষ করেছিল কেকেআর। এই প্রথম শীর্ষ স্থান ধরে রাখতে পেরে সমর্থকদের মন জয় করে নিয়েছে কেকেআর।

টিম কে কে আর
EPL: টোটেনহ্যামের হারে ইতিহাস অ্যাস্টন ভিলার! এই প্রথম চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা অর্জন
টিম কে কে আর
BCCI: দেশের হয়ে একটিও ম্যাচ না খেলেই আবেদন! ভারতের কোচ বাছতে নাজেহাল বিসিসিআই

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in