IPL 2024: ১৬ বছরের এই বিদেশি স্পিনারকে দলে নিল নাইটরা

People's Reporter: ১৬ বছরের আফগানিস্তান স্পিনার আল্লাহ গজনফরকে সই করালো তারা। মাত্র ১৬ বছরেই আফগানিস্তানের হয়ে তিনটে টি-২০ এবং দুটো একদিনের ম্যাচ খেলে ফেলেছেন তিনি।
আল্লাহ গজনফর
আল্লাহ গজনফরছবি - কলকাতা নাইট রাইডার্সের ফেসবুক পেজ
Published on

চিন্তা কমলো কলকাতা নাইট রাইডার্স দলের। চোটের জন্য ছিটকে যান আফগানিস্তানের নাইট স্পিনার মুজিব উর রহমান। তাঁর বদলে আর এক আফগান স্পিনারকে নিল টিম শাহরুখ।

১৬ বছরের আফগানিস্তান স্পিনার আল্লাহ গজনফরকে সই করালো তারা। মাত্র ১৬ বছরেই আফগানিস্তানের হয়ে তিনটে টি-২০ এবং দুটো একদিনের ম্যাচ খেলে ফেলেছেন তিনি। প্রথম শ্রেণীর ক্রিকেটে পাঁচ উইকেট নিয়েছেন। খুব তাড়াতাড়ি দলের সঙ্গে যোগ দেবেন।

কলকাতা তাদের প্রথম ম্যাচে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়েছে। শুক্রবার তাদের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরু। চিন্নস্বামীতে বিরাট কোহলি বনাম গৌতম গম্ভীর লড়াই দেখতে মুখিয়ে সকলেই। ২০১৪ সালের পর আর চ্যাম্পিয়ন হতে পারেনি কেকেআর।

আইপিএলে বিপুল টাকা খরচ করে এর আগে নামী-দামি প্লেয়ার নিয়েছে কেকেআর। কিন্তু কেউই সাফল্য এনে দিতে পারেননি। গম্ভীর মেন্টর হিসেবে টিমে আসার পর থেকেই অন্য রকম ভাবে ভাবতে শুরু করেছেন। পেস বোলিংয়ের খামতি ঢাকার জন্য প্রায় ২৫ কোটি খরচ করে কেনা হয়েছে মিচেল স্টার্ককে। সেই সঙ্গে ধরে রাখা হয়েছে পুরনো টিমও। গুরবাজ, রাসেল, নারিনরা যাতে সাফল্য পান, সেই ভাবেই ছক কষছেন গম্ভীর।

আল্লাহ গজনফর
Lok Sabha Polls 24: আসাউদ্দিন ওয়াইসির বিরুদ্ধে কংগ্রেসের প্রার্থী সানিয়া মির্জা! জল্পনা তুঙ্গে
আল্লাহ গজনফর
IPL 2024: সর্বাধিক ছয় থেকে সর্বোচ্চ রান, একাধিক রেকর্ড মুম্বই বনাম হায়দরাবাদ ম্যাচে!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in