IND vs ENG: দ্বিতীয় টেস্টের আগেই ছিটকে গেলেন দুই তারকা ক্রিকেটার! চাপে রোহিত শর্মা

People's Reporter: ২ ফেব্রুয়ারি থেকে বিশাখাপত্তনমে শুরু হচ্ছে ভারতের দ্বিতীয় টেস্ট। তার আগেই বিসিসিআই-র তরফ থেকে রাহুল ও জাদেজার না থাকার কারণ জানানো হলো।
ছিটকে গেলেন জাদেজা এবং রাহুল
ছিটকে গেলেন জাদেজা এবং রাহুলছবি - BCCI-র এক্স হ্যান্ডেল
Published on

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট হারের পর জোড়া ধাক্কা ভারতীয় দলে। চোটের কারণে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন রবীন্দ্র জাদেজা এবং কে এল রাহুল। দলের দুই গুরুত্বপূর্ণ সদস্যকে না পাওয়ায় কিছুটা হলেও চিন্তায় রয়েছেন রোহিত শর্মা

২ ফেব্রুয়ারি থেকে বিশাখাপত্তনমে শুরু হচ্ছে ভারতের দ্বিতীয় টেস্ট। তার আগেই বিসিসিআই-র তরফ থেকে রাহুল ও জাদেজার না থাকার কারণ জানানো হলো। বিসিসিআই-র বিবৃতিতে বলা হয়েছে, প্রথম টেস্টের চতুর্থ দিনে হ্যামস্ট্রিং-এ চোট পেয়েছিলেন রবীন্দ্র জাদেজা। কে এল রাহুলেরও চোট রয়েছে। সেই কারণে তাঁরা পরবর্তী টেস্টে খেলতে পারবেন না। বিসিসিআই-র মেডিক্যাল টিমের পর্যবেক্ষণেই আছেন দলের দুই গুরুত্বপূর্ণ সদস্য।

তাঁদের পরিবর্তে ভারতীয় দলে নেওয়া হলো সারফারজ খান, সৌরভ কুমার এবং ওয়াশিংটন সুন্দরকে। ওয়াশিংটন সুন্দর 'ইন্ডিয়া এ' দলের হয়ে খেলছিলেন। সুন্দর চলে আসায় তাঁর পরিবর্তে খেলবেন সারানশ জৈন।

দলের গুরুত্বপূর্ণ সদস্যদের চোট নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন রোহিত শর্মা। এক সাক্ষাৎকারে তিনি বলেন, সকলের উচিত বিরাটকে দেখে শেখা। ও নিজের ক্রিকেট কেরিয়ারে একবারও জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যায়নি। নিজেকে কীভাবে সুস্থ ও ফিট রাখা দরকার তার উদাহরণ হচ্ছে বিরাট। অন্যদের সত্যিই শেখা উচিত।

উল্লেখ্য, ২-৬ ফেব্রুয়ারি বিশাখাপত্তনমে অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট। তৃতীয় টেস্ট হবে রাজকোটে। ১৫-১৯ ফেব্রুয়ারি সেই ম্যাচ হবে। ২৩-২৭ ফেব্রুয়ারি চতুর্থ টেস্ট হবে রাঁচিতে এবং শেষ তথা পঞ্চম টেস্ট ম্যাচ হবে ধর্মশালাতে। ৭-১১ মার্চ পঞ্চম টেস্টের দিন নির্ধারিত হয়েছে।

ছিটকে গেলেন জাদেজা এবং রাহুল
East Bengal: সুপার কাপ জয়ের মাঝেই খারাপ খবর ইস্টবেঙ্গলে, দল ছাড়ছেন এই তারকা বিদেশি!
ছিটকে গেলেন জাদেজা এবং রাহুল
Manoj Tiwari: তৃতীয় ভারতীয় হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ হাজার রান মনোজের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in