বড় ধাক্কা লখনউ শিবিরে। চলতি আইপিএল মরশুম থেকে ছিটকে গেলেন দলের অধিনায়ক কে এল রাহুল। হ্যামস্ট্রিং-র চোটের কারণে বৃহস্পতিবার মুম্বাই উড়ে যাবেন তিনি।
এই মরশুমে আর দেখা যাবে না কুমার লোকেশ রাহুলকে। গত ম্যাচেও তেমন খেলতে পারেননি তিনি। বুধবার চেন্নাইয়ের বিরুদ্ধেও মাঠে নামেননি তিনি। সূত্রের খবর, হ্যামস্ট্রিং-র চোটের জন্য চলতি আইপিএল থেকে ছিটকে গিয়েছেন তিনি। বৃহস্পতিবার লখনউ ক্যাম্প ছেড়ে চিকিৎসার জন্য জয়দেব উনাদকাটের সাথে মুম্বাই উড়ে যাবেন রাহুল। বিসিসিআই-র ঠিক করা মেডিক্যাল টিম তাঁর চিকিৎসা করবে।
চিকিৎসকরা বিভিন্ন স্ক্যান করবেন রাহুলের। স্ক্যানের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। কে এল রাহুলের চোট ভারতীয় টেস্ট দলের জন্যও চিন্তার বিষয়। ৭ জুন থেকে ওভালে বিশ্ব টেস্টে চ্যাম্পিয়নশীপের ফাইনাল শুরু হচ্ছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনাল খেলবে ভারত। টেস্ট চ্যাম্পিয়নশীপ দলে রয়েছেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়কও। ফলে চোট গুরুতর হলে ফাইনালের আগে বড় ধাক্কা খেতে পারেন রোহিত অ্যান্ড কোম্পানি।
সোবার রয়্যাল চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে দ্বিতীয় ওভারে ফিল্ডিং করার সময় চোট পান তিনি। সাথে সাথেই তাঁকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। সেই ম্যাচে ওপেন করতেও নামেননি লোকেশ রাহুল। ৯ উইকেট পড়ার পর তিনি ব্যাট করতে নেমেছিলেন।
অন্যদিকে, চোটের কারণে কেকেআর অধিনায়ক শ্রেয়াস আইয়ারও আইপিএলে অনিশ্চিত রয়েছেন। তাঁর বদলে টেস্ট চ্যাম্পিয়নশীপ দলে জায়গা পেয়েছেন অজিঙ্কা রাহানে। আবার এই হ্যামস্ট্রিং-র চোটের কারণেই সানরাইজার্সের তারকা অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরও পুরো আইপিএল থেকে ছিটকে গেছেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন