IPL 2023: সাকিবের পরিবর্তে মারকুটে ব্রিটিশ ওপেনারকে দলে নিলো নাইট রাইডার্স

ব্রিটিশ ওপেনারকে দলে নিতে ২ কোটি ৮০ লক্ষ টাকা খরচ করেছে কলকাতা।
জেসন রয়
জেসন রয়ছবি আইসিসির ওয়েব সাইট
Published on

চলতি আইপিএলে খেলবেন না সাকিব আল হাসান। বাংলাদেশী অলরাউন্ডারের পরিবর্তে তাই এবার নতুন ক্রিকেটারকে দলে নিল কলকাতা নাইট রাইডার্স। ইংল্যান্ডের মারকুটে ওপেনার জেশন রয়কে সাকিবের পরিবর্তে দলে নিয়েছে নাইটরা। ব্রিটিশ ওপেনারকে দলে নিতে ২ কোটি ৮০ লক্ষ টাকা খরচ করেছে কলকাতা।

চোটের কারণে শ্রেয়স আইয়ার ছিটকে গিয়েছেন। দলের দ্বিতীয় মার্কি প্লেয়ার ছিলেন সাকিব আল হাসান। তিনিও খেলবেন না। তাই পরিবর্ত খেলোয়াড় হিসেবে জেশন রয়কে নেওয়া হয়েছে। আইপিএলে ২০১৭, ২০১৮ সালে খেলেছিলেন রয়। শেষবার ২০২১ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেন তিনি। সেবার ৫ ম্যাচ খেলে একটি হাফ-সেঞ্চুরি সহ ১৫০ রান করেছিলেন। ইংল্যান্ডের জার্সিতে ৬৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন রয়। ৮ টি হাফ-সেঞ্চুরি সহ ১৩৭.৬১ স্ট্রাইক রেটে রান করেছেন ১৫২২।

শ্রেয়স এবং সাকিব দু'জন ছিটকে গেলেও, আপাতত একজন ক্রিকেটারকেই দলে নিয়েছে কলকাতা। অধিনায়ক আইয়ারের পরিবর্তে আরও একজনকে সই করতে চাইছে কিনা তা এখনও নিশ্চিত করা হয়নি।

মঙ্গলবার থেকে আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নেমেছেন সাকিব। মে মাসে আয়ারল্যান্ডে যাবেন। মাঝের ২০-২৫ দিন খেলতে হত কলকাতার হয়ে। মাঝের সময়টায় আর আইপিএলে আসতে চাননি বাংলাদেশী অলরাউন্ডার। আগামী ৬ ই এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে মাঠে নামছে কলকাতা। এই ম্যাচে জয় দেখার জন্য মুখিয়ে আছে নাইট ভক্তরা।

জেসন রয়
সৌদি লীগে জোড়া গোল রোনাল্ডোর, জার্মান কাপে ফ্রেইবার্গের কাছে আটকে গেল বায়ার্ন
জেসন রয়
IPL 2023: আইপিএলে প্রথমবার, বিরল নজির গড়লেন মহেন্দ্র সিং ধোনি

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in