আইপিএল-এ আরসিবির চ্যাম্পিয়ন না হওয়ার কারণ জানালেন দলেরই প্রাক্তন ক্রিকেটার পার্থিব প্যাটেল। এমনকি বিরাট, গেইলদের বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগও তুলেছেন তিনি।
১৬ বছর ধরে আইপিএল খেলছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ২০০৯, ২০১১ এবং ২০১৬ সালে ফাইনালে উঠেও হারতে হয় তাদের। আরসিবির হয়ে বিরাট কোহলি, এ বি ডেভিলিয়র্স, ক্রিস গেইল, মিচেল স্টার্ক, ফাফ ডুপ্লেসি, গ্লেন ম্যাক্সওয়েল সব বড় বড় তারকারা খেলেছেন। এখনও খেলছেন কেউ কেউ। কিন্তু ট্রফি আসেনি। বিরাট কোহলির বদলে ফ্যাফকে অধিনায়ক করা হলেও ফলাফল সেই একই। এরই মধ্যে আরসিবি নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন আরসিবিরই প্রাক্তন ক্রিকেটার পার্থিব প্যাটেল।
পার্থিব প্যাটেল বলেন, 'আমি আরসিবির হয়ে চার বছর ক্রিকেট খেলেছি। কিন্তু দলের মধ্যে কোনও দলগত ব্যাপারই ছিল না। দল কেবল ব্যক্তি নির্ভর ছিল। ওখানে কেবল বিরাট কোহলি, ডেভিলিয়র্স এবং ক্রিস গেইলকে বেশি গুরুত্ব দেওয়া হত। অধিক সুবিধা পেতেন তাঁরা। এটা শুধু আমি না, যেই ওই দল থেকে বেরিয়ে আসবেন সেই একই কথা বলবেন। সেই কারণেই দল এত বছর ধরে ট্রফি জিততে পারেনি'।
প্রসঙ্গত, ২০১৪ সালে আরসিবির হয়ে খেলেন পার্থিব। সেই সময় দলে বিরাট, ডেভিলিয়র্স এবং ক্রিস গেইল তিন জনেই ছিলেন। ২০১৪ সালের পর ২০১৮-২০২০ সাল মোট ৪ বছর খেলেছিলেন। ২০১৪ সালে আরসিবির হয়েব ১২টি ম্যাচ খেলেছিলেন তিনি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন