টেস্ট ক্রিকেটে একদমই ছন্দে নেই বিরাট কোহলি। শেষ সেঞ্চুরি করেছিলেন তিন বছর আগে। শেষ অর্ধশতরানের পর ১৫ ইনিংস খেলে ফেলেছেন। চলতি বর্ডার-গাভাসকার ট্রফিতে পাঁচ ইনিংসে করেছেন মাত্র ১১১ রান। তাঁর খেলা নিয়েও চলছে সমালোচনা। তবে অজি গ্রেট রিকি পন্টিং অন্যান্য বারের মতো এবারের কোহলির খারাপ ফর্মের সময় তাঁকে সমর্থনের জন্য এগিয়ে এলেন। পন্টিং মনে করেন যে, চ্যাম্পিয়ন খেলোয়াড়রা সর্বদা একটি রাস্তা খুঁজে বের করে ফিরে আসে। তিনি আত্মবিশ্বাসী, কোহলিও খুব শীঘ্রই তাঁর সেরা ছন্দে ফিরে আসবেন।
আইসিসি রিভিউকে দেওয়া এক সাক্ষাৎকারে পন্টিং বলেন, "আমি বারবার বলেছি যে, চ্যাম্পিয়ন খেলোয়াড়রা সব সময়ে একটি রাস্তা খুঁজে বের করে। এই মুহুর্তে ও (কোহলি) হয়তো কিছুটা খরার মধ্যে আছে, হয়তো রান নাও করতে পারে। আমরা সকলেই আশা করি, ও রানে ফিরবে। কিন্তু ও একজন বাস্তববাদীও। আপনি যখন একজন ব্যাটসম্যান হন এবং আপনি ফর্মে ফিরতে লড়াই করছেন এবং রান পাচ্ছেন না, তখন আপনি নিজেই এটি সম্পর্কে বেশ সচেতন হয়ে যান। আমি এই বিষয়ে উদ্বিগ্ন নই, কারণ আমি আত্মবিশ্বাসী যে, ও ফিরে আসবে।"
বর্ডার-গাভাসকার ট্রফিতে পন্টিং কোনো ব্যাটারকেই বিচার করতে চান না। ব্যাটারদের জন্য চলতি বর্ডার-গাভাসকর সিরিজের পিচ আদর্শ নয়। পিচে যে পরিমাণ টার্ন এবং বাউন্স রয়েছে, তাতে ব্যাটারদের পক্ষে ব্যাট করাটা খুবই কঠিন। প্রথম তিন টেস্টের পিচ গুলিকে পন্টিং 'দুঃস্বপ্ন' বলে অভিহিত করেছেন।
পন্টিং বলেন, "আমি সিরিজে কারও ফর্মের দিকে তাকাচ্ছি না কারণ ব্যাটসম্যানদের জন্য এটি একেবারে দুঃস্বপ্ন ছিল। অস্ট্রেলিয়া প্রথম দুটি টেস্ট ম্যাচ হেরে এবং তৃতীয়টি জিতে ফিরে এসে অসাধারণ কাজ করেছে। আমরা সবাই জানি ব্যাটিং কেমন হয়েছে। অবিশ্বাস্যভাবে কঠিন। এবং এটি টার্নের কারণে নয়, বরং অসম বাউন্সের কারণে হয়েছে যা আপনাকে উইকেটের উপর আস্থা হারাতে বাধ্য করে এবং যদি এটি ঘটে তবে আপনি সর্বদা অনুমান করছেন যা ব্যাটিং করাটা সত্যিই কঠিন।"
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন