৭ জুন থেকে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনাল। অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। তার আগে বিরাট কোহলির খেলা নিয়ে কার্যত ভবিষ্যদ্বাণী করলেন প্রাক্তন ভারতীয় তারকা এম এস কে প্রসাদ। তাঁর কথায়, আসন্ন টেস্ট চ্যাম্পিয়নশীপে দুরন্ত ছন্দে পাওয়া যাবে কোহলিকে।
২০২৩ আইপিএল-এ দলকে প্লে অফে তুলতে না পারলেও দারুন ছন্দে ছিলেন কোহলি। আশা করাআ হচ্ছে টেস্টে চ্যাম্পিয়নশীপের ফাইনালেও ভালো পারফরমেন্স করবেন তিনি। এই প্রসঙ্গে এম এস কে প্রসাদ বলেন, বিরাট নিজের দক্ষতায় এমন একটা মান ঠিক করেছে যাতে তাঁর ভক্তরা তাঁর কাছ থেকে বিরাট কিছু প্রত্যাশা করে।
তিনি আরও বলেন, '২০২১-২০২২ কোহলির জন্য খুব একটা ভালো ছিল না। এর কারণ হলো আমরা তাঁর কাছ থেকে আরও বেশী কিছু আশা করি। প্রতি ম্যাচে সেঞ্চুরি করতে না পারলে আমরা ভেবে নিই সে ব্যর্থ। আমাদের ভুলে গেলে চলবে না তিনিও একজন মানুষ। অধিনায়কত্বের চাপ তাঁর খেলায় কিছুটা ক্ষতি করেছিল। তবে অধিনায়কত্ব থেকে বেরিয়ে এসে যখন ছন্দের ফেরেন তখন আর ফিরে তাকাতে হয়নি'।
পাশাপাশি তিনি বলেন, 'গত বছর এশিয়া কাপ থেকে তিনি দুর্দান্ত ফর্মে রয়েছেন। সব থেকে বড় বিষয় হলো তাঁর ব্যাটে সেঞ্চুরি এসেছে। এটা অবশ্য ঠিক সাম্প্রতিককালে ভারত কোনো আইসিসি টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়নি। আমি নিশ্চিত বিরাট WTC ফাইনালে নিজের সেরাটা দেবে'।
উল্লেখ্য, বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, কেএস ভরত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকাট এবং ইশান কিষান (উইকেটকিপার)।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন