নাটক,নাটক আর নাটক। আগামী রবিবার বাঙালির বড়ো ম্যাচ কলকাতা ডার্বি নিয়ে সিদ্ধান্ত যেন ছোট গল্পর মত - শেষ হয়েও হল না শেষ! প্রথমে ইস্টবেঙ্গল কর্তারা পুলিশ আর প্রশাসনের সঙ্গে বৈঠক করে ঠিক করেন যে ডার্বি আগামী ১০ মার্চই হবে। তবে ম্যাচ শুরুর সময় সন্ধ্যা ৭.৩০ মিনিটের পরিবর্তে রাত ৯ টা করা হয়। দর্শকদের জন্য অতিরিক্ত বাস আর মেট্রো দেওয়া হবে সেটাও ঠিক হয়।
কিন্তু এতো কিছু করেও জট কাটছে না। রাত ৯ টার সময় টিভি স্লট পাওয়া যাচ্ছে না। ফলে ৯ টার সময় ম্যাচ শুরু করতে চাইছে না আয়োজক এফএসডিএল। এরপর ইস্টবেঙ্গল অনুরোধ করে যে রাত ৮.৩০ মিনিটে ডার্বি আয়োজন করতে। তবে এফএসডিএল তাতেও রাজি নয়। রাত আটটার পর ম্যাচ রাখতে চাইছে না এফএসডিএল। নইলে ম্যাচ জামশেদপুর নিয়ে যেতে চায় তারা।
তৃণমূলের ব্রিগেড শেষ হওয়ার পর রাস্তাঘাট স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে। নিরাপত্তাজনিত কারণে বিধাননগর পুলিশ কমিশনারেট আগে ম্যাচ শুরু করতে চাইছে না। মঙ্গলবার তাঁদের সঙ্গে ফের আলোচনা করবে ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ। বল এখন পুলিশের কোর্টে। পুলিশ যদি রাত ৮টায় ম্যাচ করতে রাজি হয়, তা হলে যুবভারতীতেই হবে ডার্বি। নইলে জামশেদপুরে ম্যাচ হওয়ার সম্ভাবনা। ডার্বির তারিখ এবং সময় সরকারিভাবে ঘোষণা করা হবে মঙ্গলবার। প্রসঙ্গত লোকসভা ভোটের আগে তৃণমূল ব্রিগেডে সভা করবে ১০ মার্চ।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন