Kolkata Derby: 'মোহনবাগানই বেশি চাপে থাকবে' - ডার্বির আগে আত্মবিশ্বাসী বিনো জর্জ

People's Reporter: মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বলেন, 'ওরা এবারে ভালো টিম করেছে। প্রথম কটা ম্যাচ খারাপ খেলেছে বলে ওদের হালকাভাবে নেওয়ার কারণ দেখছি না।'
বিনো জর্জ
বিনো জর্জগ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

শনিবার যুবভারতীতে মর্যাদার ডার্বি। এখনও ইস্টবেঙ্গল আইএসএল ডার্বি জিততে পারেনি। তার উপর পরপর ৪ ম্যাচ হেরে বেকায়দায় টিম লাল-হলুদ। যদিও এই ম্যাচকে ঘুরে দাঁড়ানোর ম্যাচ হিসেবেই দেখছেন ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট।

ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার জানান, 'এটা কলিজার ম্যাচ। যে বেশি মস্তানি করতে পারবে সেই জিতবে। মাঠে নেমে যারা ৭০,০০০ সমর্থকের চাপ মাথায় নিতে পারবে তাঁরাই জিতবে। আমার বিশ্বাস দল ঘুরে দাঁড়াবে। এবার টিম ভালো হয়েছে।'

মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বলেন, 'ওরা এবারে ভালো টিম করেছে। প্রথম কটা ম্যাচ খারাপ খেলেছে বলে ওদের হালকাভাবে নেওয়ার কারণ দেখছি না।'

এদিকে ইস্টবেঙ্গলের নতুন কোচ অস্কার ব্রুজোঁ কলকাতায় এলেও তিনি ডাগ আউটে থাকবেন না। কোচ হিসেবে থাকবেন বিনো জর্জই। বিনো বলেন, 'কলকাতা লিগে আমার প্রশিক্ষণেই মোহনবাগানকে হারিয়েছে আমাদের ছেলেরা। আমাদের হারানোর কিছু নেই। আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ীই খেলব। এ বছর ক্লাব ম্যানেজমেন্ট যথেষ্ট ভালো দল গড়েছে। নতুন কোচ (অস্কার ব্রুজোঁ) এখন নতুন পরিকল্পনা তৈরি করেছেন। সেগুলো নিয়ে তাঁর সঙ্গে আলোচনা হয়েছে এবং সেই পরিকল্পনা অনুযায়ীই আমরা খেলব। দেখা যাক, ম্যাচে কী হয়। আমাদের চাপে পড়ার মতো কিছু নেই। বরং মোহনবাগানই বেশি চাপে থাকবে।'

বিনো জর্জ
Kolkata Derby: ঐতিহ্যের ডার্বিতে শনিবার মুখোমুখি দুই প্রধান, তার আগে জেনে নিন ইতিহাস

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in