KKR: গম্ভীরের হটশিটে ব্রাভো! কলকাতার নয়া মেন্টর হলেন ক্যারিবিয়ান তারকা

People's Reporter: মেন্টর হিসেবে প্রাক্তন নাইট তারকা জ্যাক কালিসের নামও উঠে আসে। তবে শেষ অবধি ব্রাভোকেই বেছে নিল কেকেআর।
ব্রাভো
ব্রাভোছবি - কেকেআরের ফেসবুক পেজ
Published on

গৌতম গম্ভীরের জায়গায় কলকাতা নাইট রাইডার্স দলের নতুন মেন্টর ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অল রাউন্ডার ডোয়েন ব্র্যাভো। নাইটদের ২০২৪ আইপিএল চ্যাম্পিয়ন করান গম্ভীর। এরপরই তিনি ভারতীয় দলের কোচ হিসেবে নিযুক্ত হন। তখন থেকেই জল্পনা ছিল কে হবেন নাইটদের নতুন মেন্টর।

মেন্টর হিসেবে প্রাক্তন নাইট তারকা জ্যাক কালিসের নামও উঠে আসে। তবে শেষ অবধি ব্রাভোকেই বেছে নিল কেকেআর। আইপিএল-এ ব্রাভো একজন অভিজ্ঞ প্লেয়ার। চেন্নাইয়ের বোলিং কোচ ছিলেন তিনি। এছাড়া মুম্বই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস, গুজরাট লায়ন্স দলেও খেলেছেন এই ক্যারিবিয়ান অল রাউন্ডার।

তবে ক্যারিবিরিয়ান লিগে নাইটদের হয়ে খেলেন ব্রাভো। নাইট রাইডার্স গ্রুপের সিইও ভেঙ্কি মাইসোর বলেন, ‘ডিজে ব্র্যাভো আমাদের টিমে যোগ দিলেন। তাঁর জয়ের খিদে, প্রচুর অভিজ্ঞতা ও জ্ঞান আমাদের ফ্র্যাঞ্চাইজি ও প্লেয়ারদের অনেক সাহায্য করবে। আমাদের ফ্র্যাঞ্চাইজির সঙ্গে গ্লোবাল স্তরে যুক্ত ব্র্যাভো। সিপিএল, এমএলসি ও আইএলটি-২০-র পর এবার আইপিএলেও নাইট টিমের সদস্য হলেন ব্রাভো। আশা করছি আমাদের সাফল্য দেবেন তিনি'।

উচ্ছ্বসিত ব্রাভো বলেন, 'আমি তো সিপিএলে গত ১০ বছর ধরে ত্রিনবাগো নাইট রাইডার্সের সঙ্গে যুক্ত। নাইট রাইডার্সের হয়ে এবং বিরুদ্ধে আমি একাধিক লিগে খেলেছি। নাইট শিবির যে ভাবে একাধিক লিগে দল পরিচালনা করে, আমি সেটার সম্মান করি। মালিকের প্যাশন, ম্যানেজমেন্টের প্রফেশনালিজম এবং দলে পরিবারের মতো পরিবেশ একটা বিশেষ জায়গা করে তোলে। আশা করছি আমি আগামী প্রজন্মকে ক্রিকেটে উৎসাহিত করতে পারব।'

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in