ODI: বিশ্বকাপে দেখা যাবে 'কুল-চা' জুটি! ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে সেরা হয়ে জল্পনা উস্কে দিলেন কুলদীপ

কুলদীপ বলেন, চাহাল আর আমার মধ্যে সম্পর্ক খুবই ভালো। আমরা যদি একসাথে খেলি আরও ভালো লাগে। বিশ্বকাপেও যদি সেটা হয় তাহলে ভালোই।
কুলদীপ যাদব
কুলদীপ যাদবছবি - বিসিসিআই-র ট্যুইটার
Published on

আসন্ন বিশ্বকাপেও দেখা যাবে 'কুল-চা' জুটি। এমনই জল্পনা শুরু হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের নায়ক কুলদীপ যাদবের কথায়। তিনি পাশে চান যুজবেন্দ্র চাহালকে।

বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম ওডিআই খেলতে নামে ভারত। সেই ম্যাচে কুলদীপ ও জাদেজার বোলিং-এর সামনে দাঁড়াতেই পারলেন না ক্যারিবিয়ানরা। ২৩ ওভারে ১১৪ রানেই শেষ হয় যায় তাদের ইনিংস। ৩ ওভার বল করে ২ ওভার মেডেন সহ ৬ রানের বিনিময়ে নিয়েছেন ৪ উইকেট। জাদেজা ৬ ওভার বল করে নিয়েছেন ৩ উইকেট। ম্যাচের সেরা হয়েছেন কুলদীপ।

ম্যাচ সেরা হয়ে তিনি বলেন, 'বল করার জন্য উপযুক্ত পিচ ছিল। ঘূর্ণির সাথে বাউন্সও ছিল। ফলে উইকেট নিতে আরও সুবিধা হয়েছে। অনেকেই বলেন ওয়েস্ট ইন্ডিজের পিচে ফাস্ট বল ভালো হয়। কিন্তু দুই দলের স্পিনাররা দেখুন উইকেট পেয়েছে। বেশ কিছু বছর ধরেই ভালো প্রদর্শন করার চেষ্টা করছি। ম্যাচ সেরা হয়েও ভালো লাগছে'।

পাশাপাশি তিনি 'কুল-চা' জুটি নিয়েও মুখ খোলেন। কুলদীপ বলেন, সকলের মধ্যেই প্রতিযোগিতা থাকা ভালো। প্রতিযোগিতা না থাকলে উন্নতি করা যায় না। চাহাল আর আমার মধ্যে সম্পর্ক খুবই ভালো। ওর কাছ থেকে আমি বহুবার পরামর্শ নিয়েছি। কীভাবে নিজেদের বোলিং আরও উন্নতি করা যায় তা নিয়েও আলোচনা হয় আমাদের মধ্যে। আমরা যদি একসাথে খেলি আরও ভালো লাগে। বিশ্বকাপেও যদি সেটা হয় তাহলে ভালোই। তবে আমাদের মধ্যে কেউ একজন সুযোগ পেলেও কোনো দুঃখ নেই। কারণ এটা দেশের হয়ে খেলা।

উল্লেখ্য, গত ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ১১৫ রানের জবাবে ১১৮ রান করে ম্যাচ জেতে টিম ইন্ডিয়া। ম্যাচ জিতলেও ভারতকে চিন্তায় রেখেছে ব্যাটিং পারফর্ম্যান্স। তুলনামূলক দুর্বল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কম রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমেও ৫ উইকেট হারিয়ে ফেলে তারা। যদিও শেষের দিকে ব্যাট করতে নামেন রোহিত শর্মা। বিরাট কোহলি ব্যাট করেননি। ভারতীয়দের মধ্যে কেবল ঈশান কিষানের ব্যাট থেকেই রান আসে। তিনি করেন ৪৬ বলে ৫২ রান।

আরও পড়ুন

কুলদীপ যাদব
অভিষেক টেস্টে দুরন্ত পারফর্ম্যান্স, ICC ক্রমতালিকায় এক ধাক্কায় ১১ ধাপ উঠলেন যশস্বী
কুলদীপ যাদব
T-20 Cricket: টি-২০ ক্রিকেটে বিশ্বরেকর্ড! এক ম্যাচে ৭ উইকেট নিয়ে নজির সিয়াজরুলের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in