ভ্যালেন্সিয়ার বিপক্ষে বড় জয় নিয়ে শিরোপা জয়ের লড়াই জারি রাখলো রিয়াল মাদ্রিদ। রিয়াল সোসিদিয়েদের বিপক্ষে গোলশূন্য ড্র করে পয়েন্ট খোয়ানোর পর এই ম্যাচে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বার্সার কাছে এলো লস ব্ল্যাঙ্কোসরা। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের হয়ে এই ম্যাচে একটি করে গোল করেছেন মার্কো অ্যাসেনসিও এবং ভিনিসিয়াস জুনিয়র। দুটি গোলেই অবদান রেখেছেন করিম বেনজেমা।
প্রথমার্ধে দুই দলের মধ্যে কেউই গোলের মুখ দেখতে পারেনি। ম্যাচের দুটি গোলই হয় দ্বিতীয়ার্ধে। ৫২ মিনিটের মাথায় ফরাসী মহাতারকা করিম বেনজেমার বাড়ানো বল থেকে অ্যাসেনসিওর গোলে এগিয়ে যায় রিয়াল। এই গোলের রেশ কাটতে না কাটাতেই ৫৪ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র।
৫৪ মিনিটে ২-০ গোলে পিছিয়ে পড়ার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি ভ্যালেন্সিয়া। তার ওপর আবার ৭২ তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ভ্যালেন্সিয়ার ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্যাব্রিয়েল পাউলিস্তাকে। দশ জনের ভ্যালেন্সিয়া এরপর আর গোল হজম না করলেও রিয়ালের সামনে পেরে ওঠেনি।
ভ্যালেন্সিয়াকে হারিয়ে রিয়ালের পয়েন্ট এখন ১৯ ম্যাচে ৪৫। কার্লো আনচেলত্তিরা ১৪টি ম্যাচ জিতেছে, ৩টি ড্র করেছে এবং দুটি ম্যাচ হেরেছে। শীর্ষে থাকা বার্সার পয়েন্ট ১৯ ম্যাচে ৫০। কাতালান জায়ান্টরা ১৬টি ম্যাচ জিতেছে, ২টি ম্যাচ ড্র করেছে এবং ১টি ম্যাচ হেরেছে। ১৯ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে রিয়াল সোসিদিয়েদ এবং সমসংখ্যক ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে অ্যাটলেটিকো মাদ্রিদ।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন