La Liga: লা লিগা সভাপতি জাভিয়ের তেবাসের পদত্যাগের দাবি তুললো বার্সেলোনা

তেবাসের বিরুদ্ধে রেফারি কেলেঙ্কারি নিয়ে ষড়যন্ত্র করার অভিযোগ তুলেছে কাতালান ক্লাবটি।
জাভিয়ের তেবাসের পদত্যাগের দাবি তুললো বার্সেলোনা
জাভিয়ের তেবাসের পদত্যাগের দাবি তুললো বার্সেলোনাগ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

লা লিগা সভাপতি জাভিয়ের তেবাসের পদত্যাগের দাবি তুললো ফুটবল ক্লাব বার্সেলোনা। তেবাসের বিরুদ্ধে রেফারি কেলেঙ্কারি নিয়ে ষড়যন্ত্র করার অভিযোগ তুলেছে কাতালান ক্লাবটি। স্প্যানিশ জায়ান্টরা দাবি করেছে যে তেবাস স্প্যানিশ পাবলিক প্রসিকিউটরকে চিঠি দিয়ে বার্সার দুই প্রাক্তন সভাপতির বিরুদ্ধে অন্যায় অভিযোগ করেছেন।

২০১৬ থেকে ১৮ সাল পর্যন্ত ৩ বছর ধরে তৎকালীন লা লিগার রেফারিদের টেকনিক্যাল কমিটির সহ–সভাপতি হোসে নেগ্রেরিয়াকে ১৪ লাখ ইউরো প্রদান করেছে, এই অভিযোগ বার্সার বিরুদ্ধে। অভিযোগের সঠিক জবাব দিতে না পারলে শাস্তির মুখে পড়তে পারে বার্সা। এই তথ্য সামনে আসার পর তদন্ত শুরু করে স্পেনের পাবলিক প্রসিকিউটর অফিস। পাশাপাশি তদন্ত করছে উয়েফাও। বার্সেলোনা অবশ্য শুরু থেকেই অভিযোগ অস্বীকার করেছে। তারা জানিয়েছে, অতীতে তারা টেকনিক্যাল পরামর্শকের সাহায্য নিয়েছিল। কিন্তু কোনো অবৈধ কাজের জন্য নয়।

স্পেনের সংবাদমাধ্যম ‘লা ভানগার্ডিয়া’র দেওয়া তথ্য অনুযায়ী, এই বিষয়ে প্রসিকিউটর অফিসে মিথ্যা তথ্য দিয়েছেন তেবাস। এই খবর প্রকাশ হওয়ার পর তেবাসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন ক্লাবটি। লা ভ্যানগার্ডিয়ার রিপোর্টের পর এক বিবৃতিতে বার্সেলোনা দাবি করেছে, তেবাস সরকারী আইনজীবীর কাছে, "আমাদের ক্লাবকে দোষারোপ করার জন্য মিথ্যা প্রমাণ পেশ করেছেন। এফসি বার্সেলোনা এর তীব্র নিন্দা করে। সেইসঙ্গে গভীর ক্ষোভ প্রকাশ করে।"

পাশাপাশি, বার্সেলোনা এও দাবি করে যে, "তেবাসকে উত্তর দেওয়ার জন্য জনসমক্ষে উপস্থিত হতে হবে। লা লিগার সভাপতিত্বের মর্যাদা এবং সম্মানের জন্য তেবাসের পদত্যাগ করা উচিত।"

জাভিয়ের তেবাসের পদত্যাগের দাবি তুললো বার্সেলোনা
শ্রীলঙ্কার পর সরাসরি বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হলো ওয়েস্ট ইন্ডিজও

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in