La Liga: রায়ো ভালেকানোর কাছেও হারলো বার্সেলোনা, বরখাস্ত রোনাল্ড ক্যোমেন

ভালেকানোর কাছে হারের পর রোনাল্ড ক্যোমেনকে বরখাস্ত করেছে বার্সেলোনা বোর্ড। কাতালান জায়ান্টদের নতুন কোচ কে হবেন তা জানা যাবে শীঘ্রই।
ম্যাচের পর হতাশ বার্সেলোনা শিবির
ম্যাচের পর হতাশ বার্সেলোনা শিবিরছবি - সংগৃহীত
Published on

স্প্যানিশ লা লিগায় আবারও হারলো বার্সেলোনা। রাদামেল ফ্যালকাওর একমাত্র গোলে রায়ো ভালেকানোর কাছে ১-০ গোলে হেরে লীগ টেবিলের নবম স্থানে গিয়ে পৌঁছেছে কাতালান ক্লাবটি।

মরশুমের শুরু থেকেই বার্সেলোনার ফর্ম নিয়ে প্রশ্ন ওঠে। একাধিক বার কোম্যানের বরখাস্তের দাবি জানানো হয়। এবার তেমনটাই করা হলো। ভালেকানোর কাছে হারের পর রোনাল্ড ক্যোমেনকে বরখাস্ত করেছে বার্সেলোনা বোর্ড। কাতালান জায়ান্টদের নতুন কোচ কে হবেন তা জানা যাবে শীঘ্রই।

লা লিগার অন্য ম্যাচে রিয়েল মাদ্রিদ পয়েন্ট খুইয়েছে ওসাসুনার বিপক্ষে। তবে তাতে বিশেষ অসুবিধার মধ্যে পড়ছে না রিয়েল মাদ্রিদ। ১০ রাউন্ডের শেষে ২১ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের শীর্ষে রয়েছে তারা।

অন্যদিকে ইতালিয়ান লীগ সিরি আ'তে আবারও ধাক্কা খেলো জুভেন্তাস। সাসৌল্লোর বিপক্ষে ২-১ গোলে হেরেছে বিয়াঙ্কোনেরিরা। ৪৪ মিনিটে ডাভিড ফ্রাত্তেসির গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধের ৭৬ মিনিটে ম্যাককেনির গোলে সমতা ফিরে পায় জুভেন্তাস। তবে শেষ রক্ষা হয়নি। একদম শেষ মুহূর্তে ম্যাক্সিম লোপেজের গোলে জয় অর্জন করে সাসৌল্লো।

জার্মান ডিএফবি পোকালে গতরাতে বড় চমক দিয়েছে বুরুশিয়া মুনশেনগ্লাডবাখ। রামি বেনসেবাইনি এবং ব্রিল এমবোলোর জোড়া গোলে বায়ার্ন মিউনিখকে ৫-০ গোলে হারিয়েছে তারা। রবার্ট লেভনডস্কি, টমাস মূলার, সার্জ জিনাব্রিরা ইয়ান সোমেরকে পরাস্ত করতে পারেননি। মুনশেনগ্লাডবাখের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন সোমের।

খেলা শুরুর ২ মিনিটেই কৌয়াদিও কোনের গোলে এগিয়ে যাওয়ার পর ১৫ মিনিটে এবং ২৫ মিনিটে রামি বেনসেবাইনির জোড়া গোলে প্রথমার্ধের শেষেই ৩-০ গোলে এগিয়ে যায় গ্লাডবাখ। দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে এবং ৫৭ মিনিটে ব্রেল এমবোলোর জোড়া গোলে বায়ার্ন মিউনিখকে ৫ গোলের মালা পরিয়ে জয় তুলে নেয় মুনশেনগ্লাডবাখ।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in