LA Liga: বার্সাকে ৪-২ গোলে উড়িয়ে লিগ শীর্ষে জিরোনা, দ্বিতীয় স্থানে রিয়াল

People's Reporter: বার্সাকে হারানোর সাথে সাথেই রিয়াল মাদ্রিদকে টপকে লা লিগার পয়েন্টস টেবিলে শীর্ষে উঠে এলো জিরোনা। ১৬ ম্যাচ খেলে জিরোনার পয়েন্ট ৪১।
বার্সেলোনা বনাম জিরোনা এফসি ম্যাচের দৃশ্য
বার্সেলোনা বনাম জিরোনা এফসি ম্যাচের দৃশ্যছবি - জিরোনা এফসির একস হ্যান্ডেল
Published on

বার্সেলোনাকে হারিয়ে লা লিগার শীর্ষস্থান দখল করলো জিরোনা এফসি। রবিবার মধ্যরাতে মুখোমুখি হয়েছিল দুই প্রতিপক্ষ। সমতা ফিরিয়েও ৪-২ ব্যবধানে হারতে হয় বার্সাকে।

দারুন একটি ম্যাচের সাক্ষী থাকলো লা লিগা। কাজে এলোনা বার্সেলোনার তিকিতাকা ফুটবল। বার্সার ঘরের মাঠেই ৪ গোল দিয়ে ম্যাচ জিতে নিল জিরোনা। ম্যাচ শুরুর প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দুই দল। ১২ মিনিটের মাথায় আর্টেম ডভবাইকের গোলে এগিয়ে যায় জিরোনা। ৭ মিনিট পরেই অর্থাৎ ১৯ মিনিটের মাথায় গোল করে বার্সাকে খেলায় ফেরায় রবার্ট লেভনডস্কি। কিন্তু ৪০ মিনিটে ফের গোল হজম করতে হয় মেসির প্রাক্তন ক্লাবকে। গোল করেন মিগুয়েল গুতেরেজ। প্রথমার্ধ শেষ হয় ২-১ ব্যবধানে।

দ্বিতীয়ার্ধের ছবিটাও একই থাকলো। পাসিং ফুটবলের ওপর ভর করে গোলের সুযোগ এলেও গোল করতে ব্যর্থ হন জাভির ছেলেরা। অন্যদিকে পাস কম খেললেও গোলের সুযোগ নষ্ট করেননি জিরোনা এফসির ফুটবলাররা। ৮০ মিনিটে দলের তৃতীয় গোল করেন ভালেরি ফার্নান্ডেজ। ইনজুরি টাইমে বার্সার হয়ে দ্বিতীয় গোল করেন ইকে গুন্ডোগান। ম্যাচের শেষ মুহূর্তেও চমক দেখায় জিরোনা। বার্সার হার নিশ্চিত করেন জিরোনার ক্রিশ্চিয়ান স্টুয়ানি।

ম্যাচ শেষে বার্সার মিডফিল্ডার ফ্রাঙ্কি ডি জং বলেন, আমাদের যে পর্যায়ে খেলা উচিত ছিল আমরা পারিনি। বরং জিরোনা অনেক ভালো খেলেছে। আমিও ভালো খেলতে পারিনি। এখন ৭ পয়েন্টে পিছিয়ে রয়েছি আমরা। যা অনেকটাই। তবে এখনও অর্ধেক মরশুম বাকি আছে।

বার্সাকে হারানোর সাথে সাথেই রিয়াল মাদ্রিদকে টপকে লা লিগার পয়েন্টস টেবিলে শীর্ষে উঠে এলো জিরোনা। ১৬ ম্যাচ খেলে জিরোনার পয়েন্ট ৪১। ৩৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল। ১৫ ম্যাচ খেলে ৩৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে অ্যাটলেটিকো। ১৬ ম্যাচ খেলে ৩৪ পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলের চতুর্থস্থানে আছে বার্সেলোনা।

বার্সেলোনা বনাম জিরোনা এফসি ম্যাচের দৃশ্য
Eden Gardens: ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর, ইডেনে বাড়ছে আসন সংখ্যা! নতুন বছর থেকেই কাজ শুরু
বার্সেলোনা বনাম জিরোনা এফসি ম্যাচের দৃশ্য
WPL 2024: ২ কোটি টাকায় বিক্রি হলেন আনক্যাপড কাশভী গৌতম! কী তাঁর পরিচয়?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in