La Liga: নেই মেসি রোনাল্ডো, জৌলুস কমলেও এল ক্লাসিকো ঘিরে বার্সেলোনা রিয়েল মাদ্রিদ শিবিরে উত্তেজনা

২০১৮ সালে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো রিয়েল ছেড়ে জুভেন্তাসে পাড়ি দেওয়ার সাথে সাথেই এল ক্লাসিকোর জৌলুস অনেকটাই কমে গিয়েছিলো। তবে সমর্থকদের চোখ ছিলো মেসির উপর। এবার মেসিও বার্সাকে বিদায় জানিয়েছে।
রিয়েল শিবিরে এল ক্ল্যাসিকোর প্রস্তুতি
রিয়েল শিবিরে এল ক্ল্যাসিকোর প্রস্তুতিছবি রিয়েল মাদ্রিদের ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

২৪ শে অক্টোবর স্প্যানিশ লা লিগায় ঐতিহাসিক 'এল ক্লাসিকো'-র মহাসংগ্রাম। ভারতীয় সময় সন্ধ্যা ৭ টা ৪৫ মিনিটে শুরু হবে এই ম্যাচ। শুধু স্প্যানিশ ফুটবল নয় বার্সেলোনা বনাম রিয়েল মাদ্রিদের লড়াই সম্পূর্ণ বিশ্বে বিপুল ভাবে সমাদৃত। ২০১৮ সালে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো রিয়েল ছেড়ে জুভেন্তাসে পাড়ি দেওয়ার সাথে সাথেই এল ক্লাসিকোর জৌলুস অনেকটাই কমে গিয়েছিলো। তবে সমর্থকদের চোখ ছিলো মেসির উপর। এবার মেসিও বার্সাকে বিদায় জানিয়েছে।

দুই কিংবদন্তীর চলে গেলেও রয়ে গিয়েছে ক্লাব ও তাদের ইতিহাস। এল ক্লাসিকো রয়েছে তার ইতিহাস নিয়ে। বর্তমানে লা লিগায় ঝড় তুলেছেন করিম বেনজেমা। সঙ্গে আগুনে ফর্মে রয়েছেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। সেইসঙ্গে মেসি চলে যাওয়ার পর বার্সাকে ভরসা জোগাচ্ছেন আনসু ফাতি, মেমফিস ডিপেইরা। সবমিলিয়ে চরম উত্তেজনার এক ম্যাচের সাক্ষী হতে চলেছে ফুটবল বিশ্ব।

কার্লো আনচেলোত্তির দল রয়েছে নিজেদের ছন্দেই। লা লিগায় শেষ ম্যাচে এস্পানিওলের কাছে হারের মুখ দেখলেও চ্যাম্পিয়নস লীগে শাখতার দোনেৎস্ককে ৫-০ গোলে হারিয়ে বড় জয় তুলে নিয়েছে লস ব্ল্যাঙ্কোসরা। অন্যদিকে ঘরোয়া লীগে মরশুমের শুরুটা ছন্দহীন ভাবে হলেও ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে ৩-১ গোলে জয় এবং চ্যাম্পিয়নস লীগে ডায়নামো কিয়েভকে ১-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন রোনাল্ড কোম্যান।

মরশুমের প্রথম এল ক্লাসিকো অনুষ্ঠিত হচ্ছে বার্সেলোনার ঘরের মাঠ ক্যাম্প ন্যূতে। পরিসংখ্যানের দিকে নজর রাখলে, শেষ চার ম্যাচে রিয়েলের বিরুদ্ধে জয়ের মুখ দেখেনি বার্সা। তিনটিতে কাতালান ক্লাবটি হেরেছে এবং একটিতে ড্র করেছে। এবার হারলে ২০০৮ সালের পর এই প্রতিযোগিতায় সবচেয়ে বেশি ম্যাচ জয়হীন থাকবে তারা। একইসঙ্গে রিয়েল মাদ্রিদ সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার বিপক্ষে পর পর তিন ম্যাচ জিতেছে। এবার জিতলেই ১৯৬৫ সালের পর টানা চার ম্যাচ জয়ের রেকর্ড গড়বে তারা।

এল ক্লাসিকোতে দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ:

বার্সেলোনা: টের স্টেগেন, সার্জিও রবার্টো, এরিক গার্সিয়া, জেরার্ড পিকে, জর্ডি আলবা, গাভি, সের্জিও বুসকেটস, ডি জং, সের্জেনিও ডেস্ট, মেমফিস ডিপে, আনসু ফাতি।

রিয়েল মাদ্রিদ: থিবো কার্তুয়া, নাচো ফার্নান্দেজ, এডার মিলিটাও, ডেভিড আলাবা, ফেরলেন্ড মেন্ডি, টনি ক্রুজ, ক্যাসিমিরো, লুকা মড্রিচ, ভিনিসিয়াস জুনিয়র, করিম বেনজেমা, লুকা মড্রিচ।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in