কার্লো আনচেলোত্তির প্রশিক্ষণে জয় দিয়ে স্প্যানিশ লা লিগার অভিযান শুরু করলো জায়ান্ট রিয়েল মাদ্রিদ। রাউন্ড একের ম্যাচে দেপোর্তিভো আলাভেসের বিরুদ্ধে ৪-১ ব্যবধানে বড় জয় অর্জন করেছে লস ব্ল্যাঙ্কোসরা। রিয়েলের হয়ে এই ম্যাচে জোড়া গোল করেন ফরাসি মহাতারকা করিম বেনজেমা। একটি করে গোল করেন নাচো ফার্নান্দেজ এবং ভিনিসিয়াস জুনিয়র।
দেপোর্তিভোর ঘরের মাঠে এই ম্যাচে প্রথম থেকেই আধিপত্য দেখাতে শুরু করে রিয়েল। অনেকগুলি আক্রমণ করলেও প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি রিয়েল শিবির। দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিটে প্রথম গোল আসে। বেলজিয়ান তারকা এডেন হ্যাজার্ডের বাড়ানো পাস থেকে আলাভেসের জালে প্রথম বলটি জড়ান করিম বেনজেমা।
বেনজেমার গোলে এগিয়ে যাওয়ার ৮ মিনিট বাদেই রিয়েলের স্কোর লাইনে দ্বিতীয় গোলটি যোগ হয়। এবার লুকা মড্রিচের পাস থেকে গোল করেন নাচো ফার্নান্দেজ। ম্যাচের বয়স যখন ৬৩ মিনিট, তখন বেনজেমা এই ম্যাচে নিজের দ্বিতীয় এবং রিয়েলের হয়ে তৃতীয় গোলটি করেন।
৩-০ গোলে পিছিয়ে থাকার পর ৬৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আলাভেসের হয়ে ব্যবধান কমান জোসেলু। তবে শেষ পর্যন্ত আর কোনো গোল করতে পারেনি আলাভেস। নির্ধারিত ৯০ মিনিটের শেষে যোগ করা ইনজুরি সময়ে ডেভিড আলাবার পাস থেকে রিয়েলের হয়ে চতুর্থ গোলটি করেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। ৪-১ গোলে সহজ জয় আসে রিয়েল শিবিরে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন