Paris Olympics 24: 'লক্ষ্যভ্রষ্ট' লক্ষ্য সেন, এগিয়ে গিয়েও ব্রোঞ্জ জয় অধরা ভারতীয় শাটলারের

People's Reporter: নিজের ১০০ শতাংশ দিয়ে মালয়েশিয়ান প্রতিপক্ষ লি ঝি জিয়াকে হারানোর চেষ্টা করেন লক্ষ্য।
লক্ষ্য সেন
লক্ষ্য সেনছবি - সংগৃহীত
Published on

প্যারিস অলিম্পিক্সে ইতিহাস লেখা হল না লক্ষ্য সেনের। প্রথম ভারতীয় পুরুষ শাটলার হিসেবে ব্যাডমিন্টনে পদক জিততে ব্যর্থ হলেন লক্ষ্য। ভারতীয় প্রতিপক্ষকে ১৩-২১, ২১-১৬ এবং ২১-১১ ব্যবধানে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতলেন বিশ্ব র‍্যাঙ্কিং-এ সপ্তম স্থানে থাকা মালয়েশিয়ার লি ঝি জিয়া।

সেমিফাইনালে হারের পর এই ম্যাচই ছিল দেশের হয়ে পদক জেতার শেষ সুযোগ। নিজের ১০০ শতাংশ দিয়ে মালয়েশিয়ান প্রতিপক্ষ লি ঝি জিয়াকে হারানোর চেষ্টা করেন লক্ষ্য। প্রথম সেটে ১১-৫ এগিয়ে ছিলেন লক্ষ্য। কিন্তু খেলায় ফেরেন লি। পর পর পয়েন্ট নিতে থাকেন মালয়েশিয়ান শাটলার। অবশেষে প্রথম সেট ২১-১৩ ব্যবধানে জিতে নেন লক্ষ্য।

দ্বিতীয় সেটেও পর পর পয়েন্ট নিয়ে এগিয়ে যান ভারতীয় শাটলার। ৮-৩ ব্যবধানে এগিয়ে যান লক্ষ্য। তারপর ব্যাক টু ব্যাক ৫ পয়েন্ট নিয়ে খেলায় ফেরেন লি ঝি জিয়া। দুই তারকার লড়াই জমে ওঠে দ্বিতীয় সেটে। দ্বিতীয় সেট ২১-১৬ ব্যবধানে জিতে নেন মালয়েশিয়ান শাটলার।

তৃতীয় সেটেও বজায় থাকে মালয়েশিয়ান দাপট। লক্ষ্য সেনের বিরুদ্ধে একের পর এক পয়েন্ট তুলতে থাকেন লি। তৃতীয় সেটে লক্ষ্য সেনকে ২১-১১ ব্যবধানে হারান মালয়েশিয়ান প্রতিপক্ষ।

ম্যাচ হারের পর লক্ষ্য জানান, "চোটের কারণে একটু সমস্যা হচ্ছিল। দ্বিতীয় সেট থেকে সবকিছু বদলে যায়। ভালো প্রস্তুতি নিয়েই এসেছিলাম। কিন্তু প্রতিপক্ষ খুব ভালো খেলেছে। আমিও ১০০ শতাংশ দিয়েছিলাম। কিন্তু জিততে পারলাম না"।

প্রসঙ্গত, সেমিফাইনালে বিশ্ব র‍্যাঙ্কিং-এ দ্বিতীয় স্থানে থাকা ভিক্টরের কাছে একই ভুল করেছিলেন লক্ষ্য। ওই ম্যাচে ২২-২০ এবং ২১-১৪ ব্যবধানে পরাজিত হন লক্ষ্য। তারপরই তিনি জানান  দুটো সেটেই এগিয়ে গিয়েছিলাম। কিন্তু জিততে পারিনি। এই ম্যাচ নিয়ে আর ভাবতে চাই না। এবার লক্ষ্য ব্রোঞ্জ পদক জয়। নিজের সবটুকু দিয়ে দেব পদক জয়ের জন্য। সবটুকু দিয়েও দেশের জন্য ব্রোঞ্জ পদক জয় অধরা থাকলো লক্ষ্য সেনের।

লক্ষ্য সেন
Paris Olympics 24: টেবিল টেনিসের কোয়ার্টার ফাইনালে ভারতের মহিলা দল, ত্রাতার ভূমিকায় মনিকা বাত্রা
লক্ষ্য সেন
Paris Olympics 24: নীরজ সোনা জিতলেই সকলের জন্য ভিসা ফ্রী! ঘোষণা বেসরকারি ভিসা সংস্থার সিইও-র

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in