স্প্যানিশ লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে বড় জয় পেলো বার্সেলোনা। জায়ান্ট কিলার খ্যাত ভ্যালেন্সিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে জাভি হার্নান্দেজের দল। কাতালান ক্লাবটির হয়ে এই ম্যাচে দুরন্ত হ্যাটট্রিক করলেন শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে আর্সেনাল থেকে আসা পিয়েরে-এমেরিক অবামেয়াং। ভ্যালেন্সিয়াকে হারিয়ে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে রয়েছে বার্সেলোনা।
ভ্যালেন্সিয়াকে তাদের ঘরের মাঠেই এদিন চার গোল খাওয়ায় বার্সা। ম্যাচের ২৩ মিনিটে জর্ডি আলবার পাস থেকে জাভিদের এগিয়ে দেন গ্যাবনের তারকা ফুটবলার পিয়েরে-এমেরিক অবামেয়াং। ৩২ মিনিটে ওসামানে দেম্বেলের ক্রস থেকে বার্সাকে ২-০ গোলে এগিয়ে দেন ডাচ ফুটবলার ফ্রেঙ্কি ডি জং। প্রথমার্ধ শেষের আগে বার্সেলোনার স্কোরলাইনে আরও একটি গোল যোগ হয়। ৩৮ মিনিটের মাথায় আবারও গোল করেন অবামেয়াং।
প্রথমার্ধে ৩-০ গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ভ্যালেন্সিয়া। ৫২ মিনিটে কার্লোস সোলের একটি গোল করে ভ্যালেন্সিয়াকে কিছুটা আত্মবিশ্বাও জুগিয়েছিলো। তবে ৬৩ মিনিটে বার্সা আরও একটি গোল করে ভ্যালেন্সিয়াকে কোণঠাসা করে দেয়। পেদ্রীর পাস থেকে ম্যাচে বার্সার হয়ে চতুর্থ এবং নিজের তৃতীয় গোলটি করে হ্যাটট্রিক করেন অবামেয়াং।
ভ্যালেন্সিয়াকে হারিয়ে বর্তমানে লা লিগার পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে রয়েছে জাভি হার্নান্দেজের বার্সেলোনা। ২৪ ম্যাচে বার্সার পয়েন্ট ৪২। ২৫ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে রয়েছে ভ্যালেন্সিয়া। ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে রিয়াল। ৫১ ও ৪৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে সেভিয়া ও বেতিস।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন