LaLiga: শুরুতে পিছিয়ে পড়লেও ক্যাম্প ন্যূতে ভ্যালেন্সিয়াকে ৩-১ গোলে হারালো বার্সেলোনা

এই জয়ের ফলে বার্সেলোনা রয়েছে লীগ টেবিলের সপ্তম স্থানে। ৮ ম্যাচে ১৫ পয়েন্ট তাদের। বর্তমানে স্প্যানিশ লা লিগায় শীর্ষস্থান দখল করে রেখেছে রিয়েল সোসিদিয়েদ।
LaLiga: শুরুতে পিছিয়ে পড়লেও ক্যাম্প ন্যূতে ভ্যালেন্সিয়াকে ৩-১ গোলে হারালো বার্সেলোনা
ছবি বার্সেলোনার ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

এল ক্লাসিকোর আগে জয়ে ফিরেছে বার্সেলোনা। চলতি মরশুমের শুরুটা যে রোনাল্ড ক্যোমেনের ভালো হয়নি তা আর বলার অবকাশ রাখেনা। যার জেরে কোম্যানকে দায়িত্ব থেকে সরানোর জল্পনা শুরু হয়েছে। এসবের মাঝেই গতরাতে নিজেদের ঘরের মাঠ ক্যাম্প ন্যূতে ভ্যালেন্সিয়াকে ৩-১ গোলে হারিয়ে জয়ে ফিরেছে কাতালান জায়ান্টরা। বার্সার হয়ে এই ম্যাচে একটি করে গোল করেছেন যথাক্রমে আনসু ফাতি, মেমফিস ডিপে এবং ফিলিপ কৌতিনহো।

ম্যাচের শুরুতেই অবশ্য এগিয়ে গিয়েছিলো ভ্যালেন্সিয়া। ৫ মিনিটের মাথায় অধিনায়ক জোসে লুইস গায়া এগিয়ে দেন ভ্যালেন্সিয়াকে। তবে এই লীড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ভ্যালেন্সিয়া। ১৩ মিনিটেই মেমফিস ডিপের পাস থেকে অনবদ্য এক গোলে বার্সেলোনাকে সমতা এনে দেন নতুন নম্বর টেন আনসু ফাতি। ৪১ মিনিটে পেনাল্টি থেকে কোম্যানকে লীড এনে দেন ২৭ বর্ষীয় ডাচ ফরোয়ার্ড মেমফিস ডিপে।

প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের ৮৫ মিনিটে বার্সার হয়ে শেষ গোলটি করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফিলিপ কৌতিনহো। এই ম্যাচে ৮৭ মিনিটে সার্জিনিও ডেস্টের বদলি হিসেবে বার্সেলোনার জার্সিতে প্রথম মাঠে নামেন সার্জিও আগুয়েরো। আর অভিষেক ম্যাচে জয়ের স্বাদ নিয়েই মাঠ ছাড়েন তিনি।

এই জয়ের ফলে বার্সেলোনা রয়েছে লীগ টেবিলের সপ্তম স্থানে। ৮ ম্যাচে ১৫ পয়েন্ট তাদের। বর্তমানে স্প্যানিশ লা লিগায় শীর্ষস্থান দখল করে রেখেছে রিয়েল সোসিদিয়েদ। ৯ ম্যাচে ২০ পয়েন্ট সোসিদিয়েদের। ৮ ম্যাচে ১৭ পয়েন্ট অর্জন করে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে রিয়েল মাদ্রিদ, সেভিয়া এবং অ্যাটলেটিকো মাদ্রিদ।

বার্সেলোনার জয়ের রাতে ইতালিয়ান লীগ সিরি আ'তে জয়ের মুখ দেখেছে জুভেন্তাসও। ধুঁকতে থাকা বিয়াঙ্কোনেরিরা ময়েস কিনের একমাত্র গোলে তিন পয়েন্ট ঘরে তুলেছে। ৮ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে বর্তমানে লীগ টেবিলের সপ্তম স্থানে রয়েছে জুভেন্তাস।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in