ম্যাচটি ছিল লা লিগার অঘোষিত ফাইনাল। আর ঐতিহ্যের এল ক্লাসিকোতে এবারও শেষ হাসি হাসলো বার্সেলোনা। এই নিয়ে চলতি মরশুমে টানা তিনবার রিয়াল মাদ্রিদকে হারালো কাতালান জায়ান্টরা। গতরাতে বার্সা তাদের ঘরের মাঠ ক্যাম্প ন্যূ'তে ২-১ ব্যবধানে ম্যাচ জিতে নিয়েছে। এই জয়ের সাথে সাথে শিরোপা জয়ের দোরগোড়ায়ও পৌঁছে গিয়েছে জাভি হার্নান্দেজের দল।
চলতি লা লিগার প্রথম লেগে বার্সেলোনাকে ৩-১ গোলে হারিয়েছিল রিয়াল মাদ্রিদ। এরপর কোপা দেল রেতে দু'বারের সাক্ষাতে দু'বারই শেষ হাসি হাসে বার্সা। রবিবার রাতে লা লিগার ফিরতি লেগে রিয়াল মাদ্রিদকে আরও একবার হারিয়েছে কাতালান ক্লাবটি।
গতরাতে রোনাল্ড আরাজুওর আত্মঘাতী গোলে ম্যাচের ৯ মিনিটেই লীড পেয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে প্রথমার্ধ শেষের আগেই সমতা ফিরে পায় বার্সেলোনা। ৪৫ মিনিটের মাথায় গোল করে বার্সাকে সমতা এনে দেন সার্জিও রবার্টো।
দ্বিতীয়ার্ধের বড় সময় বার্সা ম্যাচ নিয়ন্ত্রণ করলেও ৭৬ মিনিটে তিন জন খেলোয়াড়কে বদলি করে ম্যাচে গতিবিধি ঘুরিয়ে দেন কার্লো আনচেলত্তি। অ্যাসেনসিও নামার সাথে সাথেই প্রায় গোল করে বসেন। কিন্তু অফসাইডে থাকার জন্য ভিএআর চেকে বাতিল হয় রিয়ালের জয়সূচক গোল। এরপরেও দাপট দেখাচ্ছিল রিয়াল। কিন্তু একদম শেষ মুহূর্তে এসে ৯২ মিনিটের মাথায় ফ্র্যাঙ্ক কেসি গোল করে বার্সেলোনাকে জয় এনে দেন। বার্সার জার্সিতে এটি কেসির প্রথম গোল।
এই জয়ের সাথে সাথে শিরোপা জয়ের লড়াইয়ে রিয়ালের থেকে অনেক দূরে এগিয়ে গেল বার্সেলোনা। ২৬ ম্যাচের শেষে জাভি হার্নান্দেজদের পয়েন্ট ৬৮। সমান ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের পয়েন্ট ৫৬। ৫১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ৪৮ পয়েন্টের সাথে রিয়াল সোসিদিয়েদ রয়েছে চতুর্থ স্থানে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন