La liga: লুক ডি ইয়ংয়ের শেষ মুহূর্তের গোলে কাতালান ডার্বিতে হার বাঁচালো বার্সেলোনা

এই ম্যাচে খেলা শুরুর সাথে সাথেই এগিয়ে গিয়েছিলো বার্সেলোনা। ২ মিনিটের মাথায় জর্ডি আলবার পাস থেকে জাভিদের এগিয়ে দেন পেদ্রী। তবে প্রথমার্ধ শেষের আগেই সমতা পায় এস্পানিওল।
 ড্র করে হতাশ বার্সেলোনার খেলোয়াড়রা
ড্র করে হতাশ বার্সেলোনার খেলোয়াড়রাছবি - সংগৃহীত
Published on

একদম শেষ মুহূর্তে বার্সেলোনার হার বাঁচালেন লুক ডি ইয়ং। তবে কাতালান ডার্বিতে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে জাভি হার্নান্দেজদের। এস্পানিওলের বিপক্ষে বার্সার স্কোরলাইন ২-২। ৬৪ মিনিট থেকে ২-১ গোলে পিছিয়ে পড়ার পর রেফারির শেষ বাঁশি বাজানোর আগের মুহূর্তেই সমতা ফিরে পান সের্জিও বুসকেটসরা।

অথচ এই ম্যাচে খেলা শুরুর সাথে সাথেই এগিয়ে গিয়েছিলো বার্সেলোনা। ২ মিনিটের মাথায় জর্ডি আলবার পাস থেকে জাভিদের এগিয়ে দেন পেদ্রী। তবে প্রথমার্ধ শেষের আগেই সমতা পায় এস্পানিওল। ৪০ মিনিটে সার্জি দার্দের এস্পানিওলের হয়ে গোল করেন।

প্রথমার্ধে সমতা থাকার পর দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে লীড আনে এস্পানিওল। দার্দের পাস থেকে গোল করেন রাউল ডে টমাস। ৯০ মিনিট পর্যন্ত এই লীড ধরেও রাখে তারা। তবে যোগ করা ইনজুরি সময়ে বার্সা সমতা ফিরে পায়। ৯৬ মিনিটের মাথায় বার্সার হার বাঁচালেন লুক ডি ইয়ং। ইনজুরি সময়ে অবশ্য তার আগে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে দুই দলের এক-এক ফুটবলারকে। ৯২ মিনিটেই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বার্সেলোনার জেরার্ড পিকে এবং এস্পানিওলের কোলাস মেলামেড।

এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে বার্সেলোনাকে। বর্তমানে লীগ টেবিলের চতুর্থ স্থানে রয়েছে জাভি হার্নান্দেজের ছাত্ররা। ২৩ ম্যাচের শেষে ১০ টি জয় এবং ৯ টি ড্র নিয়ে ৩৯ পয়েন্ট অর্জন করেছে। অন্যদিকে ২৪ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে রয়েছে এস্পানিওল। ২৪ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে টেবিল টপার রিয়েল মাদ্রিদ।

 ড্র করে হতাশ বার্সেলোনার খেলোয়াড়রা
ISL 2021-22: ওড়িশাকে গোল বন্যায় ভাসিয়ে জয় তুলে নিলো মুম্বই সিটি এফসি

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in