রিয়েলের বিজয়রথ ছুটছেই। বেনজেমা-ভিনিসিয়াসের জাদুতে সেভিয়াকে পরাজিত করে শীর্ষস্থান আরও মজবুত করেছে লস ব্ল্যাঙ্কোসরা। সান্তিয়াগো বার্নাব্যূতে রবিবার দিবাগত রাতে লা লিগার শীর্ষ চারে থাকা দুই দলের লড়াইয়ে শেষ হাসি হাসলেন কার্লো আনচেলোত্তিই। এগিয়ে থেকেও হারের মুখ দেখতে হয়েছে জুলেন লোপতেগুইকে।
বার্নাব্যূতে দুই পক্ষের মধ্যে শুরুটা হয় সমানে সমানে। তবে প্রথম দশ মিনিট যাওয়ার পরেই সেভিয়ার ভাগ্য খুলে যায়। মার্কাস আকুনার পাস থেকে সেভিয়াকে এগিয়ে দেন রাফা মির। গোল হজম করার পর রিয়েল আক্রমণের ঝাঁঝ বাড়াতে থাকে। ৩২ মিনিটেই সমতা ফিরে পায় তারা। এডার মিলিতাও-এর নেওয়া জোরালো শট সেভিয়ার পোস্টে লেগে বেনজেমার পায়ে এলে, সহজেই তা জালে জড়িয়ে দেন ফরাসী স্ট্রাইকার। প্রথমার্ধে আর কোনো গোল আসেনি।
দ্বিতীয়ার্ধে সেভিয়া ডিফেন্ডারদের জন্য বড় পরীক্ষা রাখে রিয়েল। অ্যাসেনসিও, বেনজেমা, ভিনিসিয়াসরা বারংবার আক্রমণ করতে থাকেন। সমতায় থাকা দুই দল জয়সূচক গোলের জন্য যখন মরিয়া হয়ে ওঠে ঠিক তখনই রিয়েলের হয়ে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন ভিনিসিয়াস জুনিয়র। ৮৭ মিনিটের মাথায় ডান টপ কর্নার থেকে রকেট গতির শটে বল জড়িয়ে দেন জালে। ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়েল।
অন্যদিকে, উড়তে থাকা চেলসিকে তাদের ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে হোঁচট খাওয়ালো ক্যারিফের ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচ শেষ হয়েছে ১-১ গোলে ড্রয়ের মাধ্যমে। এই ম্যাচে গোল শূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে জ্যাডন স্যাঞ্চো ম্যান ইউর জার্সিতে প্রথম প্রিমিয়ার লীগ গোলটি করে এগিয়ে দেন দলকে। তবে এই লীড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি রেড ডেভিলরা। ম্যাচের ৬৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে চেলসিকে সমতা এনে দেন জর্জিনহো। ম্যান ইউর এই ড্র-তে হারানোর কিছুই নেই। বরং চেলসির জন্য এই ড্রতে ক্ষতিটাই বেশি। ঘাড়ের কাছে আরও জোরে নিঃশ্বাস ফেলছে লিভারপুল-ম্যানচেস্টার সিটি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন