ক্যাম্প ন্যূতে বার্সা বধ করে মরশুমের প্রথম এবং টানা চতুর্থ 'এল ক্লাসিকো' জিতে নিলো রিয়েল মাদ্রিদ। ঐতিহাসিক ম্যাচে বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়ে শেষ হাসি হেসেছেন কার্লো আনচেলোত্তি। অন্যদিকে আবারও এক হতাশার রাত রোনাল্ড ক্যোমেনের জন্য। রিয়েলের হয়ে এই ম্যাচে একটি করে গোল করেছেন ডেভিড আলাবা এবং লুকাস ভাসকেস। অতিরিক্ত সময়ে বার্সার হয়ে একমাত্র গোলটি করেছেন সার্জিও আগুয়েরো।
দুই স্প্যানিশ জায়ান্টের মর্যাদার লড়াইয়ে ছিলেন না লিওনেল মেসি, ছিলেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাই জৌলুস কিছুটা কমলেও ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গেই ছিলো। ক্যাম্প ন্যূতে প্রথমার্ধের প্রথম ২৫ মিনিটেই দুই পক্ষের সামনে সুযোগ ছিলো এগিয়ে যাওয়ার। তবে তা সম্ভব হয়নি। ম্যাচের বয়স যখন ৩২ মিনিট, ঠিক তখনই ক্যাম্প ন্যূর বার্সা সমর্থকদের স্তব্ধ করে দিয়ে গোল উৎসবে মাতলেন লস ব্ল্যাঙ্কোসরা। রদ্রিগোর পাস থেকে জোরালো শটে স্টেগানকে ব্যর্থ করে গোলের মুখ খোলেন ডেভিড আলাবা। আলাবা তাঁর প্রথম এল ক্লাসিকো খেলতে নেমে রিয়েলের জার্সিতে প্রথম গোলটি স্মরণীয় করে রাখলেন নিজের স্টাইলেই।
প্রথমার্ধে রিয়েল এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত দুই পক্ষই আর গোলের দেখা পায়নি। বার্সা সমতা ফিরে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠলেও রিয়েলের জাল খুঁজে পেতে ব্যর্থ হয়। নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়ে ৯২ মিনিটের মাথায় লুকাস ভাসকেস বার্সা শিবিরে শেষ পেরকটি পুঁতে দেন। এরপর সার্জিও আগুয়েরো বার্সেলোনার জার্সিতে প্রথম গোলটি পেলেও জয় অধরাই থাকে কাতালান ক্লাবটির।
এই জয়ের ফলে ১৯৬৫ সালের পর এই প্রথম টানা চারটি এল ক্লাসিকো জয়ের রেকর্ড গড়লো রিয়েল মাদ্রিদ। সেইসঙ্গে অপরাজিত থাকলো টানা পাঁচ ম্যাচে। ২০০৮ সালের পর এই প্রথম এল ক্লাসিকোতে টানা পাঁচ ম্যাচে জয় অধরা বার্সেলোনার। আজকের জয়ের পর লীগ টেবিলের শীর্ষস্থান পুনরায় দখল করেছে রিয়েল মাদ্রিদ। ৯ ম্যাচে ২০ পয়েন্ট বেনজেমাদের। অন্যদিকে রোনাল্ড ক্যোমেনের বার্সেলোনা ৯ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের নবম স্থানে নেমে গিয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন